খেলাধুলা বিভাগে ফিরে যান

ডুরান্ড কাপ ২০২২: অনলাইনে টিকিট বিক্রি শুরু

আগস্ট 7, 2022 | < 1 min read

আগামী ১৬ আগস্ট শুরু হচ্ছে ডুরান্ড কাপ। শনিবার থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হল।

বুক মাই শো ওয়েবসাইটে গিয়ে সার্চ অপশনে ডুরান্ড লিখলে ম্যাচগুলির তালিকা চলে আসবে। এরপর আপনার পছন্দ অনুযায়ী ম্যাচে গিয়ে সেখান থেকে টিকিট বুক করে নিতে পারবেন।

গ্রুপ এ এবং গ্রুপ বি-র সব ম্যাচ আয়োজিত হবে সল্টলেক স্টেডিয়াম এবং যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে।

যুবভারতী ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে ৫০, ১০০ ও ২০০ টাকার টিকিট ধার্য করা হয়েছে। আর কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে হওয়া ম্যাচগুলির টিকিট ৫০ ও ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।

১৬ আগস্ট মহমেডান স্পোর্টিং ক্লাব বনাম এফসি গোয়ার মহারণ দিয়েই শুরু হবে ডুরান্ড কাপ। তবে সব উন্মাদনা ২৮ আগস্টের ডার্বি নিয়ে। বাকি ম্যাচের মতোই ইমামি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ডার্বিতেও টিকিটের দাম একই থাকছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আইএসএলের প্রথম ডার্বি, একজোট ঘটি-বাঙাল
FacebookWhatsAppEmailShare
আইপিএলে চাকরি হারালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
FacebookWhatsAppEmailShare
চোট-বিধ্বস্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয়ের আশায় ভারত
FacebookWhatsAppEmailShare