দমদমে একইসঙ্গে মিলবে ট্রেন ও মেট্রো পরিষেবা
বিমানবন্দর হয়ে নোয়াপাড়া-বারাসত মেট্রো রুট যুক্ত হবে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের সঙ্গে,এর ফলে পূর্ব রেলের সঙ্গে মিশে যাবে মেট্রো লাইন।
যারা বনগাঁ, বসিরহাট, টাকি কিংবা হাসনাবাদ থেকে শিয়ালদহ শাখায় যাতায়াত করা যাত্রীরা অনেক কম সময়ে নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। পাশাপাশি হাওড়া, হুগলি, বারাকপুর থেকে আসা যাত্রীরা সহজেই নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্টে পৌঁছে যাবেন।
নবনির্মিত দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে থাকছে ৬টি চলন্ত সিঁড়ি, তিনটি লিফ্ট, সাতটি সিঁড়ি।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে রুবি মেট্রোপথের মিটিং পয়েন্ট হতে চলেছে বাঘাযতীন স্টেশন। এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের বিশেষ সুবিধা হবে।
২০৩৫ সালের মধ্যে এই স্টেশনটি প্রতিদিন অন্তত ৬৬ হাজার মানুষ ব্যবহার করবেন, বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।