NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

রাজনীতি বিভাগে ফিরে যান

দুয়ারে সরকার এবার দিল্লিতেও, বাংলার ধাঁচে কেজরিওয়ালের বড় ঘোষণা

ডিসেম্বর 23, 2024 < 1 min read

বাংলার মডেলে এবার দিল্লিতেও ‘দুয়ারে সরকার’। ২০২৫ সালে দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে বড় চমক দিলেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন কেজরিওয়াল জানান নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে নাম নথিভুক্ত করবেন সরকারি কর্মীরা। আগামী বছর দিল্লিতে বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই বাংলার ধাঁচে দিল্লিতে দুটি প্রকল্পের ঘোষণা করেছেন কেজরিওয়াল। প্রথমটি লক্ষীর ভাণ্ডারের ধাঁচে মহিলা সম্মান যোজনা আর দ্বিতীয়টি হল বয়স্কদের জন্য সঞ্জীবনী যোজনা।মহিলা সম্মান যোজনায় মহিলাদের ১ হাজার টাকা করে দেওয়া হবে। নির্বাচনে ক্ষমতায় এলে তা বেড়ে হবে ২১০০ টাকা।

আর সঞ্জীবনী যোজনা প্রকল্পে ৬০ বছরের উর্ধ্বে নাগরিকরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। এই প্রসঙ্গে রবিবার এক্স হ্যান্ডেলে আপ প্রধান কেজরিওয়াল জানান ‘সোমবার থেকেই এই দুই প্রকল্পের জন্য নাম নথিভুক্তের কাজ শুরু হবে। সরকারি কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে নাম নথিভুক্ত করার কাজ করবেন। তবে নাম নথিভুক্ত করতে দিল্লির ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক’। প্রসঙ্গত বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মমতার সেই সাফল্য দেখে এবার দিদির দেখানো পথেই হাঁটা শুরু করলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার তাই দিল্লিতেও চালু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

দলের শক্তি বাড়াতে সেই দিলীপেই আস্থা বিজেপির

FacebookWhatsAppEmailShare

আম্বেদকর ইস্যুতে আজ পথে নামছে তৃণমূল

FacebookWhatsAppEmailShare

ধনখড়ের বিরুদ্ধে ফের অনাস্থা আনবে বিরোধীরা

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...