দেশ বিভাগে ফিরে যান

ডবল ইঞ্জিন গুজরাতে উন্নয়নের ঠেলায় বন্যাতে ১০-১২ ফুট জলের তলায়!

আগস্ট 29, 2024 | < 1 min read

গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে গুজরাতের বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি। তিন দিনে সেই রাজ্য থেকে মোট ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১৮ হাজার জনকে। আবহাওয়া দফতরের তরফে অন্তত ১১ টি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে।গুজরাত সরকার ত্রাণকাজে সহায়তা করতে সেনাবাহিনীর সাহায্য চেয়েছে।

দ্বারকা, আনন্দ, ভদোদরা, খেদা, মরবি ও রাজকোটের জন্য সেনা সাহায্য চাওয়া হয়েছে। ইতি মধ্যে সেখানে এনডিআরএফের ১৪ প্ল্যাটুন এবং এসডিআরএফের ২২ প্ল্যাটুন কাজ করছে।অনেকজনকে উদ্ধার করা হয়েছে ঠিকই তবে আরও অনেক বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কারণ কোনও কোনও এলাকা ১০-১২ ফুট জলের তলায় চলে গেছে!রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক আধিকারিকের কথায়, প্রতিদিনই কোনও না কোনও প্রান্ত থেকে মৃত্যুর খবর আসছে। কেউ জমা জলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যাচ্ছেন, কেউ বজ্রাঘাতের কারণে, আবার কেউ বাড়ির দেওয়াল ভেঙে পড়ে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নাশকতার ছক! কানপুরে ফের রেললাইনে সিলিন্ডার
FacebookWhatsAppEmailShare
আজ সুপ্রিম কোর্টে আর জি কর শুনানি, ডাক্তারদের মিছিলে অনুমতি কোর্টের
FacebookWhatsAppEmailShare
মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare