বিনোদন বিভাগে ফিরে যান

দর্শকদের মন জয় করেছে দোস্তজি

নভেম্বর 26, 2022 | < 1 min read

সিনেমাপ্রেমীরা ইতিমধ্যেই আশিক, আরিফ এবং হাসনাহেনা এই তিন নামের সঙ্গে পরিচিত হয়ে গেছেন। এরা দোস্তজী ছবির তিন খুদে অভিনেতা।
বন্ধুত্বের এক অপূর্ব দলিল নবীন পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের ছবি ‘দোস্তজি’।

একটা টিনের সুটকেস নিয়ে, রোজ একই ইউনিফর্ম পরে স্কুলে যাওয়া, বন্ধুর পাশে বসার যে আনন্দ, তা কতখানি তীব্র আর সৎ হতে পারে ‘দোস্তজী’ দেখায়।

মুর্শিদাবাদের দুই শিশু পলাশ ও সফিকুলকে খুঁজে এনে তাদের ক্যামেরাবন্দি করেছেন পরিচালক।

টাকার অভাবে অনেকবার শুটিং বন্ধ হয়ে গেলেও প্রযোজক হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পেয়ে সম্পূর্ণ হয় ছবির কাজ।

সম্পূর্ণ অন্য আঙ্গিকে তৈরী এই ছবি ইতিমধ্যেই যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। বলিউডের শাহেনশাহও পরিচালককে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছিলেন।

ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য বিশেষভাবে সম্মানিত করা হয়েছে তাদের। মুর্শিদাবাদের এই তিন শিশুর উজ্জ্বল ভবিষ্যত গড়ার দায়িত্ব নিয়েছে রঘুনাথগঞ্জের তালাইয়ের গাইডেন্স অ্যাকাডেমি।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জয়তী চক্রবর্তী, স্বাতীলেখা কুণ্ডু, অনুজয় চট্টোপাধ্যায়। ‘দোস্তজী’-র সিনেমাটোগ্রাফি করেছেন তুহিন বিশ্বাস।

ইতিমধ্যেই পৃথিবীর ২৬ দেশ ঘুরে, ৮ আন্তর্জাতিক পুরস্কার এসেছে ‘দোস্তজী’-র ঝুলিতে। এর মধ্যে অন্যতম ইউনেস্কোর সিফেজ প্রাইজ – যা প্রথম কোনও বাংলা ছবি পেল।গত বছর ৬৫তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ‘দোস্তজী’-র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল।

সবমিলিয়ে দর্শকদের মন জয় করে বক্স অফিসে রমরম করে চলছে ‘দোস্তজি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দাদাসাহেব পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
FacebookWhatsAppEmailShare
অস্কারের দৌড়ে সামিল ‘লাপতা লেডিস’ না ‘স্বতন্ত্র বীর সাভারকর’?
FacebookWhatsAppEmailShare
‘আমার মেয়েকে কে ফেরাবে?’, আরজি কর আবেগকে ব্যবহার করে সিনেমার ‘প্রচার’!
FacebookWhatsAppEmailShare