পার্বণ বিভাগে ফিরে যান

ধর্মীয় রীতি মেনে শীতকালীন মরশুমের জন্য বন্ধ হলো কেদারনাথ ধাম

নভেম্বর 4, 2024 | < 1 min read

বৈদিক আচার অনুষ্ঠানের মাধ্যমে কেদারনাথ মন্দিরের দরজা এবছরের মতো পুণ্যার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হল। রবিবার সেই সমাপ্তি অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন ১৮ হাজারের বেশি পুণ্যার্থী। সাড়ম্বরে গর্ভগৃহ থেকে বিগ্রহ বের করে এনে রওনা দেওয়া হয় ওঙ্কারেশ্বরের পথে।

বদ্রীনাথ-কেদারনাথ টেম্পল কমিটির (বিকেটিসি) মিডিয়া ইন-চার্জ হরিশ গৌর জানিয়েছেন, ভোর ৪টে নাগাদ মন্দিরের মূল ফটক বন্ধ করার অনুষ্ঠান শুরু হয়। সাড়ে ৮টা নাগাদ তা বন্ধ করে দেওয়া হয়। এবার সাড়ে ১৬ লক্ষেরও বেশি পুণ্যার্থী কেদারনাথ ধামে পুজো দিয়েছেন। কেদারনাথ ছয়মাস পাহাড়ের উপরে ও ছয়মাস নিচে ওঙ্কারেশ্বরে উখিমঠে অবস্থান করেন।

প্রতি বছর তিথি মেনে একবার তাঁর বিগ্রহ একবার গাড়োয়ালের পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়। আরেকবার শীতের শুরুতে নিচে নামিয়ে আনা হয়। সেখানেই বাকি ছয়মাস তিনি পুজো পান। পথে অবশ্য গুপ্তকাশিতে তিনি রাত্রিবাস করেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভাইফোঁটায় অগ্নিমূল্য বাজারদর! আমজনতার পকেটে ছেঁকা
FacebookWhatsAppEmailShare
আঁটপুর ও রাজবলহাটের দুই বোন দুই শ্বেতকালী
FacebookWhatsAppEmailShare
পশ্চিম বর্ধমানের কুলটিতে হয় শ্বেতকালীর পুজো
FacebookWhatsAppEmailShare