NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

শিক্ষা বিভাগে ফিরে যান

মাধ্যমিক পরীক্ষায় শিক্ষক-শিক্ষিকাদের জন্য নির্দেশিকা প্রকাশ

জানুয়ারি 4, 2025 < 1 min read

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য শিক্ষক ও শিক্ষিকাদের উদ্দেশ্যে ১১ দফা গাইডলাইন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এই গাইডলাইন যথাযথভাবে মানা বাধ্যতামূলক। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, নিয়ম লঙ্ঘন হলে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। কী কী নির্দেশ দেওয়া হয়েছে?

পর্ষদের বিজ্ঞপ্তিতে যে নির্দেশিকাগুলি জারি করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য—

নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে।

পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের উপর নজরদারি রাখতে হবে। কোনও আপত্তিকর বিষয় চোখে পড়লে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

শুধু পরীক্ষা হল নয়, শৌচালয় সহ সম্পূর্ণ পরীক্ষাকেন্দ্রেও নজরদারি চালাতে হবে।

পরীক্ষার পরে উত্তরপত্র সুরক্ষিতভাবে প্যাকেটিং করে জমা দিতে হবে।

পরীক্ষার আগে ও পরে মধ্যশিক্ষা পর্ষদের ডাকা বৈঠকে অংশগ্রহণ বাধ্যতামূলক।

কোনও কেন্দ্রে সমস্যা দেখা দিলে সেখানকার শিক্ষক-শিক্ষিকাদেরও দায়িত্ব দেওয়া যেতে পারে।

এছাড়াও পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য নির্দেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০:৪৫ মিনিটে এবং শেষ হবে দুপুর ২টোয়। পর্ষদ জানিয়েছে, নির্দেশিকা লঙ্ঘন বা দায়িত্বে গাফিলতি করলে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। পর্ষদের এই নির্দেশিকা পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলতি বছর প্রথম দিন ১০ ফেব্রুয়ারি বাংলা, দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি ইংরেজি, তৃতীয় দিন ১৫ ফেব্রুয়ারি অঙ্ক। চতুর্থ দিন ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, পঞ্চম দিন ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ষষ্ঠ দিন ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স পরীক্ষা। সপ্তম দিন ২০ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। অষ্টম দিন ২২ ফেব্রুয়ারি অপশনাল বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

সময়ের অভাবে হল না শুনানি,সুপ্রিম কোর্টে ঝুলে রইল ২৬ হাজার শিক্ষকের ভবিষ্যৎ

FacebookWhatsAppEmailShare

বাংলায় স্কুলছুট শূন্য, রিপোর্টে জানাল কেন্দ্র

FacebookWhatsAppEmailShare

২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...