রাজনীতি বিভাগে ফিরে যান

কুড়মিদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের

মে 15, 2023 | < 1 min read

কুড়মি আন্দোলন চলাকালীন জঙ্গলমহলে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি এমনকি রাজনৈতিক নেতাদের ঢোকার উপরও নিষেধাজ্ঞা জারি করেছিল কুড়মি সমাজ। সেই বারণ না মেনে রবিবার লালগড়ে সভা করতে গিয়ে কুড়মিদের তুমুল বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। রাস্তার উপরেই বেশ কিছুক্ষণ ঘেরাও করে রাখাও হয় তাঁকে।
গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে গেলে দিলীপ ঘোষকে ঘিরে জয় গড়াম স্লোগান দিতে শুরু করেন ঘেরাওকারীরা। কেন তাদের উপজাতিভুক্ত করার দাবিকে কেন্দ্র মান্যতা দিচ্ছে না, তার জবাব চাওয়া হয়। শুরু হয় তর্কাতর্কি। বিক্ষোভকারীদের যুক্তিতে পেরে না উঠে এলাকা ছাড়েন মেদিনীপুরের সাংসদ।

সোমবার সকালে খড়গপুরে চা চক্রে দিলীপ ঘোষ হুঙ্কার ছাড়েন, “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব আমি। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে। হিম্মত থাকলে শ্রীকান্ত মাহাতোকে তারা রিজাইন করাক। যত মাহাতো এমপি আছে, এমএলএ আছে রিজাইন করাক।”

এই অপমানের পর, কুড়মিরাও ছেড়ে দেবার পাত্র নন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিলীপ ঘোষ ক্ষমা না চাইলে বাড়ি ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তারা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
সমাজমাধমে ‘কিউআর কোড’ দিয়ে ইন্দিরা জয় সিং এর পারিশ্রমিক চাওয়া হচ্ছে
FacebookWhatsAppEmailShare