খবর বিভাগে ফিরে যান

কেন্দ্রীয় নেতাদের হাবভাবেই স্পষ্ট, দিলীপ ঘোষ গুরুত্বহীন

সেপ্টেম্বর 28, 2021 | < 1 min read

ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন স্থগিত রাখার দাবি জানিয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

কিন্তু তাঁর কথাকে আমল দেওয়া তো দূরের কথা, এমনকি সেকথা নির্বাচন কমিশনের কাছে তুলেই ধরলেন না বিজেপি নেতারা।

গতকাল নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে ভবানীপুর কেন্দ্র জুড়ে ১৪৪ ধারা জারি করে ভোট করানোর দাবি করেন বিজেপি র এক প্রতিনিধি দল।ওই দলে ছিলেন সাংসদ স্বপন দাশগুপ্ত, বিজেপি নেতা শিশির বাজোরিয়া ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতির প্রস্তাব কার্যত তারা এড়িয়েই গেলেন।

সম্প্রতি দিলীপ বাবুকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এছাড়া বেশ কয়েকদিন ধরেই তাকে দলে কোণঠাসা করার গুঞ্জন শোনা যাচ্ছিলো।

বরাবরই নিজের কটুবাক্যের জন্য শিরোনামে থাকা দিলীপ ঘোষকে, দল যে কোনোরকম পাত্তাই দিচ্ছেনা, কেন্দ্রীয় নেতাদের হাবভাবে তা ক্রমশই স্পষ্ট হয়ে যাচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare
জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে অসন্তোষ বিজেপি শিবিরে? প্রার্থীতালিকা প্রত্যাহার
FacebookWhatsAppEmailShare