বাংলা বিভাগে ফিরে যান

বিজেপিতে দিলীপ বনাম সুকান্ত ঠান্ডা লড়াই

সেপ্টেম্বর 9, 2022 | < 1 min read

দিলীপ বনাম সুকান্ত বিজেপিতে নতুন বিষয় নয়, আর যা নিয়ে দলের অন্দরেই তীব্র অসন্তোষ।


২০২১ এ বাংলায় বিজেপির ভরাডুবির পর দিলীপ ঘোষকে সরিয়ে বসানো হয় সুকান্ত মজুমদারকে।


অর্থাৎ অভিজ্ঞতার পরিবর্তে বিজেপি কামব্যাকের লক্ষ্যে বরণ করে নেয় তারুণ্যকে।
কিন্তু উপনির্বাচন ও পুরনির্বাচনে ভরাডুবির পর ‘অনভিজ্ঞ’ সুকান্তকে নিয়ে বিজেপির অন্তর্কোন্দল চরম আকার নেয়।


আনকোরা হাতে পড়ে বিজেপি বাংলায় খেই হারিয়ে ফেলছে বলে বিজেপিতে বাড়তে থাকে বিদ্রোহীর সংখ্যা।


সম্প্রতি বিভিন্ন বিষয়ে মুখ খোলার জন্য কেন্দ্রের তরফে বারবার সাবধান করা হয় দিলীপ ঘোষকে, এর পিছনেও নাকি সুকান্ত মজুমদারের হাত আছে বলে মতামত বিজেপির একাংশের।

তবে বর্তমানে রাজ্য বিজেপির কোন কর্মসূচির খোজ খবর রাখছেন না দিলীপ বাবু, সপ্রতি বৈদিক ভিলেজে বিজেপির প্রশিক্ষণ শিবির নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ বাবু জানান, পুরো সূচি তাঁর জানা নেই। অতএব ঠান্ডা লড়াই যে এখনও জারি রয়েছে তা দিলীপ বাবুর এই মন্তব্যে স্পষ্ট।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সঙ্কটে মুকুল রায়
FacebookWhatsAppEmailShare
চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের
FacebookWhatsAppEmailShare
রথযাত্রার দিন রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস
FacebookWhatsAppEmailShare