বাংলা বিভাগে ফিরে যান

পাড়ার সুস্বাস্থ্য কেন্দ্রেই হবে টেস্ট, সাথে মিলবে বিশেষজ্ঞদের পরামর্শও

ফেব্রুয়ারি 10, 2022 | < 1 min read

এক্স-রে, ইসিজি, রুটিন ব্লাড টেস্ট, লিভার ফাংশন টেস্ট (এলএফটি), রেনাল ফাংশন টেস্ট এবার থেকে পাড়ার সুস্বাস্থ্য কেন্দ্রেই করা যাবে। পাশাপাশি মিলবে বিশেষজ্ঞদের পরামর্শও। সুস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে তিনদিন মেডিসিন, স্ত্রী ও শিশুরোগ বিশেষজ্ঞ থাকবেন। চক্ষুরোগ বিশেষজ্ঞ সপ্তাহে দু’দিন করে রোগী দেখবেন।
এছাড়াও অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরাও থাকবেন।

রোগীর সঙ্গে কথা বলে প্রেসক্রিপশন পাঠিয়ে দেওয়া হবে। সুস্বাস্থ্য কেন্দ্র থেকেই সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ মিলবে। কোনও রোগীর যদি জরুরি অস্ত্রোপচার করতে হয় সেজন্য কলকাতা, আসানসোল এবং উত্তর ২৪ পরগনার নিমতায় ৩ টি নতুন মিনি হাসপাতাল তৈরি করা হবে।

শিশু, শয্যাশায়ী, গর্ভবতী যারা দীর্ঘ সময় ধরে হাসপাতালের আউটডোরে অপেক্ষা করতে পারবেন না তাদের জন্য পাড়াতেই টেলিমেডিসিন প্রকল্প শুরু করছে বাংলা সরকার। এজন্য পুরসভা ৫৯টি এলাকা চিহ্নিত করেছে। উল্লেখ্য, চলতি অর্থবর্ষে মোট ৭৬টি পলিক্লিনিক তৈরির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare