নির্বাচন কমিশনে দেশ বাঁচাও গণমঞ্চ
ইভিএমে কারচুপি, ভিভিপ্যাটের ঠিকঠাক ব্যবহার না করা, বিজেপির সাম্প্রদায়িক বিজ্ঞাপন ইত্যাদি একাধিক বিষয়ে অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল দেশ বাঁচাও গণমঞ্চ।
পূর্ণেন্দু বসু, রন্তিদেব সেনগুপ্ত, প্রসূন ভৌমিক, সুদেষ্ণা রায় প্রমুখ ডেপুটেশন দেওয়ার পর এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, বহু জায়গা থেকে অভিযোগ আসছে যে কোনও বোতাম টিপলেই ভোট গিয়ে পড়ছে জোড়াফুলে, এ-ছাড়া ভিভিপ্যাট মিলিয়ে দেখার ব্যাপারেও সাধারণ মানুষ সচেতন নন। এ-নিয়ে কমিশনকে বিজ্ঞাপন দিয়ে সবাইকে সচেতন করতে হবে।
এর পাশাপাশি গণমঞ্চের অভিযোগ, বিজেপি সম্প্রতি এমন এক বিজ্ঞাপন প্রকাশ করেছে, যা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে। তার বিরুদ্ধেও কমিশনকে ব্যবস্থা নিতে হবে।