NEWSZNOW বাংলা

৫ এপ্রিল, ২০২৫ ...

বাংলা ENGLISH

রাজনীতি বিভাগে ফিরে যান

“নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন,” গর্জে উঠলেন দেবাংশু ভট্টাচার্য!

এপ্রিল 1, 2025 2 min read

এবার দলেরই একাংশের বিরুদ্ধে তোপ তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। সামাজিক মাধ্যমে তিনি প্রশ্ন তুলেছেন, নেত্রীর অপমানে কেন চুপ থাকেন? লড়াইয়ের সময়ে কেন ঘুমোন? অসময়ে কোথায় হারিয়ে যান? এলাকায় একটা মিছিল বার করেন না কেন? পদের দাবি জানানোর সময় তো গগনভেদ করেন? কিন্তু যুদ্ধের সময়ে মৌনব্রত? দলের একাংশের বিরুদ্ধে একগুচ্ছ প্রশ্ন রাখেন দেবাংশু। তৃণমূলের রাজ্য আইটি সেল ইনচার্জের কথায়, “এই নেত্রীর জন্যেই আজ আমাকে, আপনাকে লোক চিনেছে, জিতিয়েছে। দল আপনাকে কঠিন সময়ে দেখেছে, এগিয়ে দিয়েছে। আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকেন? আপনারা কেন লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমোন? অসময়ে কোথায় হারিয়ে যান? এলাকায় একটা মিছিল বার করেন না কেন? সোশ্যাল মিডিয়ায় একটা পোষ্ট করেন না কেন?”

দলের একাংশের ভূমিকায় প্রশ্ন তুলে দেবাংশুর প্রশ্ন, ‘অনুষ্ঠানের সময় তো মঞ্চে ইয়া বড় বড় ফুলের বুকে আর লম্বা লম্বা উত্তরীয় গলায় ঝোলাতে দুবার ভাবেন না! পদের দাবি জানানোর সময় তো গলার জোরে গগন ভেদ করার জোগাড় হয়.. কিন্তু যুদ্ধের সময়? মৌনব্রত? সব ইস্যুতে দল কিংবা মন্ত্রীরা বলে দেবে, তারপর নামতে হবে? প্রতিবার উপর থেকে আসা কর্মসূচির অপেক্ষা করতে হবে? নেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না? তখনও নির্দেশ আসার অপেক্ষা করতে হয়? নিজে থেকে একটা মিছিল কিংবা একটা পথসভা করলে কি দল আপনাকে তাড়িয়ে দেবে? পার্টি অফিস গুলোতে যে শতশত চামচাদের নিয়ে বসে থাকেন, যাদেরকে দিয়ে শুধুমাত্র নিজের সঙ্গে সেলফি কিংবা আপনার ড্রেন উদ্বোধনের ছবি পোষ্ট করান, এসব ইস্যুতে তাদের দিয়ে একটা করে ফেসবুক, টুইটারে পোষ্ট তো করাতে পারেন অন্তত! পারেন না?’ তৃণমূল নেতাদের তাঁর অনুরোধ, ‘আপনাদের কাছে অনুরোধ, ঢাল, তরোয়াল না ধরুন, এবার থেকে অন্তত একটু মুখ খোলা প্র্যাকটিস করুন। রাস্তায়, মাঠে, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় যেখানেই হোক… প্লিজ। তারপর না হয় আপনারাই আবার কাউন্সিলর, কর্মাধ্যক্ষ, সভাপতি, বিধায়ক, সাংসদ হবেন..’

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

ভুতুড়ে ভোটার: সংসদের বাইরে মিছিল তৃণমূলের

FacebookWhatsAppEmailShare

আজ সংসদে ওয়াকফ বিল

FacebookWhatsAppEmailShare

যাদবপুরে হয়েছে “বেআইনি সমাবর্তন”!: নতুন নাটক রাজ্যপালের

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...