বেঙ্গল সাফারিতে মৃত্যু রয়্যাল-শাবকের
মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে আফ্রিকা থেকে আনা একের পর এক চিতা ও তাদের শাবকদের মৃত্যুর খবর সাড়া ফেলে দিয়েছিলো দেশজুড়ে। এবার বাংলার বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু হলো একটি রয়্যাল বেঙ্গল টাইগার শাবকের। এর আগেই সেখানকার একমাত্র সাদা রয়্যাল বেঙ্গল টাইগার কিকা দুটি শাবকের জন্ম দিয়েছিল, যার মধ্যে একটি জন্মের সময়েই মারা যায়। আরেকটি শাবক কয়েকদিনের মধ্যে মারা গিয়েছে। শোকের ছায়া জঙ্গল আধিকারিকদের মধ্যে।
বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে ইতিমধ্যেই পৌঁছেছে খবর। এর গায়েও বহু ব্যাঘ্রশাবকের মৃত্যু হয়েছে বেঙ্গল সাফারি পার্কে। পশু চিকিৎসকদের মোতে, জন্মের কয়েক মাস অবধি বোঝা যায়না আদেও বেঁচে থাকবে কিনা শাবকরা। অনেক সময় দেখা যায় অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে তাদের।