বাংলা বিভাগে ফিরে যান

বেঙ্গল সাফারিতে মৃত্যু রয়্যাল-শাবকের

আগস্ট 19, 2023 | < 1 min read

Image – Wallpaper access

মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে আফ্রিকা থেকে আনা একের পর এক চিতা ও তাদের শাবকদের মৃত্যুর খবর সাড়া ফেলে দিয়েছিলো দেশজুড়ে। এবার বাংলার বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু হলো একটি রয়্যাল বেঙ্গল টাইগার শাবকের। এর আগেই সেখানকার একমাত্র সাদা রয়্যাল বেঙ্গল টাইগার কিকা দুটি শাবকের জন্ম দিয়েছিল, যার মধ্যে একটি জন্মের সময়েই মারা যায়। আরেকটি শাবক কয়েকদিনের মধ্যে মারা গিয়েছে। শোকের ছায়া জঙ্গল আধিকারিকদের মধ্যে।

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে ইতিমধ্যেই পৌঁছেছে খবর। এর গায়েও বহু ব্যাঘ্রশাবকের মৃত্যু হয়েছে বেঙ্গল সাফারি পার্কে। পশু চিকিৎসকদের মোতে, জন্মের কয়েক মাস অবধি বোঝা যায়না আদেও বেঁচে থাকবে কিনা শাবকরা। অনেক সময় দেখা যায় অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে তাদের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ধেনুয়া গ্রামে এক দিনেই শেষ দুর্গাপুজো! বোধনের দিনেই বিসর্জন
FacebookWhatsAppEmailShare
রানাঘাটের এই পুজোতে নবমীতে হয় কাদা খেলা
FacebookWhatsAppEmailShare
নবমীতে অসুরদের উদ্দেশে ‘মাসভক্তবলি’ পুজো অর্পণ করা হয় সাবর্ণ রায়চৌধুরীদের পুজোয়
FacebookWhatsAppEmailShare