বাংলা বিভাগে ফিরে যান

নারী সুরক্ষায় বিরাট প্রতিশ্রুতি সিপিএমের

এপ্রিল 18, 2024 | < 1 min read

সিপিএমের ঘোষিত ১৫ দফা ঘোষণায় বলা হয়েছে, তাঁদের প্রার্থীরা যেখানে নির্বাচিত হবেন, সেই কেন্দ্রগুলিতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। মণিপুর, হাথরস, উন্নাও থেকে সন্দেশখালির ঘটনার প্রেক্ষিতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মেয়েদের আত্মরক্ষার বিষয়ে।

বোলপুরের সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান, শ্রীরামপুরের প্রার্থী দীপ্সিতা ধর, দক্ষিণ কলকাতার প্রার্থী সায়রা শাহ হালিম, আসানসোলের প্রার্থী জাহানারা খান এবং ঝাড়গ্রামের প্রার্থী সোনামণি টুডুকে সঙ্গে নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখানেই তাঁরা জানান, দলের মহিলা প্রার্থীরা সাংসদ হিসেবে নির্বাচিত সেই কেন্দ্রে সাংসদ তহবিলের এক তৃতীয়াংশ টাকা শুধুমাত্র মহিলাদের জন্যই খরচ করা হবে।

সংশ্লিষ্ট কেন্দ্রে ‘মহিলা আত্মমর্যাদা কেন্দ্র’ গড়ে তোলা হবে। এর পাশাপাশি ঋতুকালীন মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ, স্বনির্ভর করে তোলার জন্য সমবায় গড়ে তোলার কথাও ঘোষণা করা হয়। এমনকি, নির্যাতিতাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি আলাদা ভাবে তুলে ধরা হয়েছে সিপিএমের ঘোষণাপত্রে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সঙ্কটে মুকুল রায়
FacebookWhatsAppEmailShare
চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের
FacebookWhatsAppEmailShare
রথযাত্রার দিন রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস
FacebookWhatsAppEmailShare