খবর বিভাগে ফিরে যান

তালা ঝুলেছে ৯% ছোট শিল্পে

ডিসেম্বর 25, 2021 | < 1 min read

অতিমারির একের পর এক ঢেউয়ের জেরে প্রায় ৫৭ লক্ষ ছোট-মাঝারি সংস্থা বন্ধ হয়ে গেছে। কেন্দ্র সংসদে এও জানিয়েছে, ২০১৯ সালের তুলনায় ২০২০-তে ব্যবসায়ীদের আত্মহত্যার সংখ্যাও বেড়েছে। তবে তাদের মধ্যে কত জন ছোট-মাঝারি সংস্থার মালিক, সেই তথ্য নাকি সরকারের কাছে নেই। করোনার কারণে ছোট-মাঝারি সংস্থাগুলো ঋণ শোধ করতে পারছে না এবং তার জেরে বাড়ছে অনাদায়ী ঋণ বা এনপিএ।

ছোট-মাঝারি শিল্পের এনপিএ এক বছরে ২৬,০০০ কোটি থেকে বেড়ে হয়েছে ৩৪,০০০ কোটি টাকা হয়েছে। মোদী জমানায় মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের মতো ছোট-মাঝারি শিল্পও বিধ্বস্ত। বিশেষজ্ঞদের মতে, দেশের শিল্প ও কর্মসংস্থানের বর্তমানে যা অবস্থা, তাতে দেশের ভবিষ্যৎ যে অন্ধকারে চলে যাচ্ছে, তা বলাই বাহুল্য।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare