কলকাতা বিভাগে ফিরে যান

সহিষ্ণুতার পাঠ দিতে স্কুলে অভিভাবকদের কাউন্সেলিং

জুলাই 8, 2024 | < 1 min read

সহ্য ক্ষমতা বা সহিষ্ণুতা যা মানব স্বভাবের একটি অঙ্গ, আজকাল সেটা আমাদের জীবন থেকে প্রায় হারিয়েই গেছে। পারিবারিক ঝগড়া হোক, মা বাবার বাচ্চাদের শাসন করা, স্কুল কলেজে ঝামেলা, রাস্তায় কোন চুরি ডাকাতি সব ক্ষেত্রেই মানুষ কেমন যেন এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায়। মানুষ আজ বড়ই অসহিষ্ণু। সহজে আইন নিজেদের হাতে তুলে নেওয়ার প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে।

তাই ছোট থেকেই বাচ্চাদের সহিষ্ণুতার পাঠ শেখাতে চাইছে স্কুলগুলি। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা মনে করছেন, সহিষ্ণুতার পাঠ দেওয়া উচিত স্কুলজীবন থেকেই। আর সেই পাঠ পড়ুয়াদের পাশাপাশি দিতে হবে তাদের অভিভাবকদেরও। কারণ অনেক সময় বাড়িতেও এমন পরিস্থিতি তৈরি হয়, যা কাম্য নয় তাই অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন থাকতে হবে। কুশব্দ, অশালীন ভঙ্গি, হিংস্র আচরণ এসব বাদ দিয়ে পড়ুয়াদের একটি ডিসিপ্লিনড লাইফ দেওয়াই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

ইতিমধ্যেই শহরের বেশ কিছু স্কুল পড়ুয়া ও অভিভাবকদের জন্য এই কাউন্সেলিং শুরু করেছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কলকাতায় এই দশ পুজো না দেখলেই নয়
FacebookWhatsAppEmailShare
আগামী বছর কলকাতা বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানি নয়, অবকাশকালীন বেঞ্চে যেতে বলল কোর্ট
FacebookWhatsAppEmailShare