ঘৃণাভাষণের জন্য মোদিকে নোটিশ কমিশনের
বিভাজনমূলক মন্তব্যের অভিযোগ। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রথম পদক্ষেপ নির্বাচন কমিশনের। মোদির মন্তব্যের ব্যাখ্যা চেয়ে বিজেপিকে নোটিস পাঠাল কমিশন। একই সঙ্গে রাহুল গান্ধীকেও নোটিশ পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধেও উসকানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে। ২৯ এপ্রিলের মধ্যে দু’পক্ষকেই জবাব দিতে বলা হয়েছে।
রাজস্থানের বাঁশওয়ারায় সম্প্রতি বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় মোদিকে। কংগ্রেস ক্ষমতায় এলে মা-বোনেদের সোনাদানা, গলার মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে বেশি সংখ্যক সন্তানের জন্ম দেওয়া সম্প্রদায়ের মধ্যে বিলিয়ে দেবে বলে অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, দেশের সম্পদের উপর মুসলিমদের অগ্রাধিকার দেওয়ার পক্ষপাতী কংগ্রেস, এমন দাবিও করেন মোদি।
বিশেষ সম্প্রদায়কে নিশানা করে মোদির এই মন্তব্য শুধুমাত্র বিভাজনমূলকই নয়, তিনি আসলে ঘৃণাভাষণ দিয়েছেন বলে অভিযোগ ওঠে। বিরোধী শিবিরের রাজনৈতিক দলগুলি কমিশনের কাছে দ্বারস্থ হয় যেমন, তেমনই মোদির বিরুদ্ধে পদক্ষেপ করতে কমিশনের কাছে আর্জি জানান হাজার হাজার মানুষ। এখনও পর্যন্ত মোদির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি কমিশন। বরং সেই নিয়ে নোটিস ধরানো হল বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে।