কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতায় দাম কমল এলপিজি গ্যাসের

জুন 1, 2023 | < 1 min read

জুনের শুরুতেই স্বস্তির খবর। দাম কমলো বাণিজ্যিক এলপিজি গ্যাসের। কলকাতায় সিলিন্ডার পিছু কমেছে ৮৩.৫০ টাকা।

আপাতত গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। ফলে সিলিন্ডারের দাম কমার লাভ সাধারণ মধ্যবিত্তের মানুষ পাবেন না। তবে হোটেল, রেস্তোরাঁতে রান্নার খরচ কমলে খাবারের প্লেটও সস্তা হবে আশা করা যেতে পারে।

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম:

  • কলকাতায় আগে দাম ছিল ১৯৬০.৫০ টাকা, বর্তমান দাম ১৮৭৫.৫০ টাকা।
  • দিল্লিতে আগে দাম ছিল ১৮৫৬.৫০ টাকা, বর্তমান দাম ১৭৩৩ টাকা।
  • মুম্বইতে আগে দাম ছিল ১৮০৮.৫০ টাকা, বর্তমান দাম ১৭২৫ টাকা।
  • চেন্নাইতে আগে দাম ছিল ২০২১.৫০ টাকা, বর্তমান দাম ১৯৩৭ টাকা।

গার্হস্থ্য সিলিন্ডার কিনতে খরচ: কলকাতায় ১৪ কেজির সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১১২৯ টাকা। দিল্লিতে ১১০৩ টাকা। মুম্বইতে ১১১২.৫০ টাকা ও চেন্নাইতে খরচ হবে ১১১৮.৫০ টাকা।

এর পাশাপাশি ATF -এর দাম কমলো দাম প্রায় ৬,৬০০ টাকা কমেছে, যার ফলে টিকিটের ভাড়া কম করতে পারে বিমান সংস্থাগুলি। ১ জুন থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। দিল্লিতে আগে দাম ছিল ৯৫৯৩৫.৩৪ টাকা, কমে হল ৮৯৩০৩.০৯ টাকা।কলকাতায় প্রতি কিলোলিটারে এটিএফ-এর দাম ছিল ৯৫৯৬৩.৯৫ টাকা, তা কমে হয়েছে ৯৩,০৪১.৩৩ টাকা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare
কর্মবিরতি আংশিক প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের
FacebookWhatsAppEmailShare
বিচার চাইতে গিয়ে নিজেদের দায়-দায়িত্ব-শপথ সব ভুলে গেছেন জুনিয়র চিকিৎসকরা?
FacebookWhatsAppEmailShare