বাংলা বিভাগে ফিরে যান

বাংলায় শপিং মল গড়বে বহুজাতিক সংস্থা

সেপ্টেম্বর 23, 2023 | < 1 min read

স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনার পর বৃহস্পতিবার দুবাই পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাণিজ্য বৈঠকও করেন মুখ্যমন্ত্রী।

এই বাণিজ্য বৈঠকের আগে শিল্পগোষ্ঠী লুলুর এগজিকিউটিভ ডিরেক্টর আশরফ আলি এবং আমিরশাহির বৈদেশিক বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জ়েয়াউদির সঙ্গে পৃথকভাবে বৈঠক হয় তাঁর। এরপর তিনি দেখা করেন প্রবাসীদের সঙ্গে। সেই অনুষ্ঠানের শেষেই গাওয়া হয় রাজ্য সঙ্গীত ও জাতীয় সঙ্গীত।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৩ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার জন্য লুলু গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে আলোচ্য বিষয়:

  • কলকাতার নিউটাউনে বিশ্ব মানের শপিং মল তৈরি করবে লুলু গোষ্ঠী।
  • বিশ্বের সমস্ত দেশে লুলু গোষ্ঠীর সমস্ত শপিং মলে ‘বিশ্ববাংলা’র জন্য আলাদা ‘কাউন্টার’ খোলা হতে পারে। সেখানে বিক্রি হবে শুধুই ‘বিশ্ববাংলা’র পণ্য।
  • বাংলায় খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র খুলতেও আগ্রহী ওই সংস্থা।
  • এছাড়া, মৎস্য এবং মাংস প্রক্রিয়াকরণ, পোলট্রি, ডেয়ারি শিল্পে বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে ওই সংস্থা।
FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪৮ ঘণ্টার কর্মবিরতি! জুনিয়র ডাক্তারদের পাশে বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা
FacebookWhatsAppEmailShare
‘গণইস্তফা’ গ্রাহ্য পদত্যাগ নয়, ইস্তফাপত্র দিতে হবে ব্যক্তিগত ভাবে, স্পষ্ট করল রাজ্য সরকার
FacebookWhatsAppEmailShare
দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare