NEWSZNOW বাংলা

২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ...

বাংলা ENGLISH

কলকাতা বিভাগে ফিরে যান

দেশের সেরা কলকাতা বইমেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

জানুয়ারি 30, 2025 2 min read

‘বই ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড’। ৪৮ তম কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বললেন, “আমি মনে করি বইমেলা আমাদের গর্ব। বইমেলা আমাদের হৃদয়ে উত্‍সারিত এক সরণী।”

শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রতিবারের মতো এবারও সল্টলেকের সেন্ট্রাল বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, এবারের বইমেলার থিম জার্মানি। বইমেলা চলবে ৯ ফ্রেরুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, “ফ্রাঙ্কফুট বইমেলা খুবই জনপ্রিয়। আমি ফ্রাঙ্কফুট, মিউনিক গিয়েছিলাম। অন্যন্য় শহরেও গিয়েছিলাম। আমি খুব ভালো করেই জানি। তবে আমাদের দেশে কলকাতা আন্তর্জাতির বইমেলা অন্যতম সেরা বইমেলা। জার্মানির সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রের বসুর গভীর যোগাযোগ ছিল। তাঁর মেয়ে অনিতা জার্মানিতে থাকে। আমি দেখা করেছিলাম। নেতাজিকে স্যালুট করি।”

মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা বই, বইমেলাকে বলি, বইবৃক্ষ। বৃক্ষ যেমন হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। বৃক্ষ কিন্তু অনেক ঘটনার সাক্ষী থাকে। বৃক্ষ কথা বলতে পারে না। শুনতে পায়, দেখতে পায়। বই কিন্তু কথা বলে, বই কিন্তু দেখতে পায়। আজও যতই ডিজিটাল আসুক, বইয়ের কথা কেউ ভুলতে পারি না। যেবাড়িতে বই সাজানো থাকে না, কী কী রকম একটা লাগে। বই ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গ্রাইড। বই আমাদের প্রেরণা, আমাদের আশা, আমাদের দিশা। সারা পৃথিবীর হোক, দেশ হোক, রাজ্য় হোক, সমস্ত নথি বই থেকে পাই। তাই বইমেলাকে আমরা এত ভালোবাসি।”

৯ ফ্রেরুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। মেলায় প্রবেশের জন্য রয়েছে মোট ৯টি প্রবেশ পথ। মেলায় মোট স্টল রয়েছে ৬৫৫। মেলার দায়িত্বে দৈনিক দেড় হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে। মেলার তিন প্রান্তে ৩ টি ওয়াচ টাওয়ার। দমকলের গাড়ি ছাড়াও রয়েছে দুটি ফায়ার কমব্যাট বাইক। লিটল ম্যাগাজিনের জন্য ৩০০০ বর্গ ফুট প্যাভিলিয়ন বরাদ্দ করা হয়েছে। বইমেলা উপলক্ষ্যে শহরে ২০ রুটে রোজ বেলা ১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলছে স্পেশাল বাস।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

সাতসকালে কেঁপে উঠলো কলকাতা

FacebookWhatsAppEmailShare

মরশুমের প্রথম বৃষ্টিতে ভিজলো কলকাতা

FacebookWhatsAppEmailShare

কলকাতা থেকে ট্রামলাইন সরাতে নিষেধ করল হাই কোর্ট

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...