NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

জল জীবন মিশন নিয়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নভেম্বর 27, 2024 2 min read

পাইপ যাওয়া মানেই জল সরবরাহ নয়। জল সত্যি পৌঁছচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে। এজন্য সংশ্লিষ্ট পানীয় জলের লাইন যাচাই করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অনেক অভিযোগ আছে। অনেক জায়গায় পাইপ গিয়েছে, জল যায়নি। আসলে মাটি পরীক্ষা না করেই ডিপিআর হয়েছে। অনেক জায়গায় জলের উৎস পাওয়া যায়নি।’’ এদিন মুখ্যমন্ত্রী মুখ্যসচিব মনোজ পন্থকে দায়িত্ব দিয়ে বলেন, ‘‘আগামী সোমবারের মধ্যে কথা বলে এই সমস‌্যা সমাধানের রাস্তা খুঁজতে হবে।

ডিএম, বিডিও, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এসডিও সবাইকে সঙ্গে নিয়ে কাজটা করতে হবে। জলের গুণমান দেখতে হবে। প্রয়োজনে দূর থেকে পাইপ লাগিয়ে জলের উৎসের সঙ্গে লাইন জুড়তে হবে।’’জল জীবন মিশন পরিকল্পনা অনুযায়ী রাজ্যের প্রায় ১.৭৫ কোটি গ্রামীণ বাড়িতে পানীয় জল সরবরাহ করার কথা ছিল। কিন্তু বর্তমানে এটি মাত্র ৯৩.৫০ লক্ষ পরিবারে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৪ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়।

তাই, তিনি নতুন লক্ষ্য নির্ধারণ করেছেন-২০২৫ সালের এপ্রিলের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার চেষ্টা করতে হবে।মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন যে, কিছু এলাকায় পানীয় জল সরবরাহের নল কেটে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। তার মতে, এ ধরনের কার্যকলাপের পিছনে স্বার্থের লুকোনো কারণ থাকতে পারে। এই পরিস্থিতি রুখতে রাজ্য পুলিশ এবং ডিজিকে বিষয়টির নজরদারি চালাতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, এই কাজের মধ্যে কোনো গাফিলতি বা অবহেলা সহ্য করা হবে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এই প্রকল্পের কাজের তদারকি করার জন্য একাধিক দফতরকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, অর্থ, ভূমি, পঞ্চায়েত, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরগুলিকে একযোগে কাজ করতে বলা হয়েছে। কোনো পঞ্চায়েত বা এলাকার মানুষকে নল বসানোর কাজে বাধা দেওয়ার অধিকার নেই, এমনও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

বাংলাদেশের পরিস্থিতিকে নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক বললেন অভিষেক

FacebookWhatsAppEmailShare

ট্রাম্প প্রশাসনে বঙ্গসন্তান ডাঃ জয় ভট্টাচার্য্য

FacebookWhatsAppEmailShare

শৃঙ্খলারক্ষায় কড়া বার্তার পরেও বেফাঁস সেই হুমায়ুন

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...