দুর্গা পুজো বিভাগে ফিরে যান

মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই 19, 2024 | < 1 min read

এবার মহালয়া ২ অক্টোবর। অর্থাৎ দুর্গোৎসব শুরু হয়ে যাচ্ছে অক্টোবরের শুরুতেই। ২৩ জুলাই, মঙ্গলবার কলকাতার দুর্গাপুজো কমিটিগুলি, এবং পুলিশ প্রশাসনকে বৈঠকে ডেকেছেন তিনি। গতবারের মতো এবারও বৈঠক হবে নেতাজি ইনডোরে। অগস্ট ও সেপ্টেম্বর মাস জুড়ে কলকাতায় পুজো কমিটিগুলি নিজেদের শারদোৎসবের আসর সাজাতে ব্যস্ত হয়ে পড়বে।

সেই কারণেই জুলাই মাসের মধ্যে মুখ্যমন্ত্রী এই বৈঠক করে ফেলতে চাইছেন।বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিক, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, একাধিক শীর্ষ পদস্থ আধিকারিক, দমকল, পুরসভা-সহ একাধিক সংস্থার আধিকারিকরা। গতবছর পুজো কমিটি পিছু ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল রাজ্যের পক্ষ থেকে। চলতি বছরের জন্য সেই অনুদানের অঙ্ক প্রসঙ্গে বৈঠকে কি বলবেন মুখ্যমন্ত্রী এখন সেইদিকেই নজর সবার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পিতৃপক্ষেই কেন পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়
FacebookWhatsAppEmailShare
মণ্ডপে ঢোকার আগে গোমূত্র পান, নিদান বিজেপি নেতার
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন ব্যাতাইচণ্ডীর মাথায় মা দুর্গার মুকুট পরিয়ে দেওয়াই রীতি রায়চৌধুরী বাড়ির পুজোয়
FacebookWhatsAppEmailShare