আরজি কর-কাণ্ডের ৮৭ দিন পর আজ চার্জ গঠন করবে আদালত
আরজি কর-কাণ্ডে গত মাসে প্রথম চার্জশিট জমা দিয়েছিল সিবিআই ৷ ঘটনায় ৮৭ দিন পর অর্থাৎ সোমবার চার্জ গঠন করতে পারে আদালত৷আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনে মুল অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়-সহ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-কে আজ শিয়ালদা আদালতে পেশ করা হতে পারে। সিবিআই সূত্রের খবর, আজই শিয়ালদহ আদালতে এদের বিরুদ্ধে চার্জ গঠন করা হতে পারে। আগে থেকেই নির্ধারিত ছিল যে নভেম্বর মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দেবে সিবিআই।
গত মাসের শুরুতে অর্থাৎ ঘটনার ৫৮ দিন পর আরজি কর-কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিয়েছিল সিবিআই ৷ চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের মামলায় মুল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম উল্লেখ করা হয়েছিল চার্জশিটে। সোমবার সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারে সিবিআই।যদিও সিবিআই’য়ের এই চার্জশিট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। একই সঙ্গে তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। চিকিৎসকদের দাবি, সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। একাধিক প্রশ্নের উত্তর মিলছে না। অভিযুক্ত হিসাবে সন্দীপ ঘোষের কেন নাম নেই? তা নিয়েও প্রশ্ন চিকিৎসকদের। আগামী সুপ্রিম কোর্ট এবং শিয়ালদহ আদালতে সিবিআই কি জানাচ্ছে সেদিকে তাকিয়ে আন্দোলনকারীরা। আর এরপরেই ফের একবার আন্দোলনে নামার ডাক।