কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা প্রত্যাহারের দাবিতে হাতাহাতি বিধায়কদের
ধারা ৩৭০ নিয়ে ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর বিধানসভা। বৃহস্পতিবার সকালে অধিবেশন চলাকালীন শেষ পর্যন্ত হাতাহাতিতে জড়িয়ে পড়লেন শাসক এবং বিরোধী দলের বিধায়কেরা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমসিম খেতে হয়েছে নিরাপত্তারক্ষীদের। এই ঘটনার জেরে অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতুবি করে দেন স্পিকার।
কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা বিলুপ্তির প্রতিবাদে একটি ব্যানার নিয়ে হাজির হন বারামুলার সাংসদ তথা আওয়ামি ইত্তিহাদ পার্টির প্রধান ইঞ্জিনিয়ার রশিদের ভাই খুরশিদ আহমেদ শেখ। ওই ব্যানারে দুটি দাবি লেখা ছিল। ৩৭০ ধারা পুনর্বহাল করতে হবে এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। সেই ব্যানারের আপত্তি জানান বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক সুনীল শর্মা। সেই সময়ই দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। ওয়েলে নেমে এসে প্রথমে শাসক এবং বিরোধী দলের বিধায়কদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরবর্তীতে সেই বিবাদ হাতাহাতিতে পৌঁছে যায়।
এর আগে বুধবার জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রয়োগের ব্যাপারে একটি প্রস্তাব আনা হয়। তা নিয়ে প্রথম দিনেও সভা উত্তাল হয়ে ওঠে। জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরি বিশেষ মর্যাদা প্রদানের প্রস্তাব আনেন। প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ অগস্ট কেন্দ্র ৩৭০ ধারা বিলোপের ঘোষণা করে। এই প্রস্তাবের বিরুদ্ধে বিজেপি সদস্যরা প্রস্তাবের কপি ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছিলেন।