রাজনীতি বিভাগে ফিরে যান

রাজ্যের বকেয়ার দাবিতে সরব চন্দ্রিমা

জুন 23, 2024 | < 1 min read

আগামী জুলাইয়ে সংসদের বাদল অধিবেশনে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। এ ব্যাপারে শনিবার সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে প্রাক বাজেট বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানেই রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে সরব হন চন্দ্রিমা ভট্টাচার্য।

তিনি দাবি তুললেন, এ বার রাজ্যের পাওনা বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হোক। রাজ্যের হিসাব মতো, কেন্দ্রের থেকে বকেয়ার পরিমাণ এক লক্ষ ৭১ হাজার ৬৮৮ কোটি টাকা।পরিসংখ্যান তুলে ধরে বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ১০০ দিনের প্রকল্পে কাজ করানোর পরেও ৬৯ লক্ষ শ্রমিকের মজুরির টাকা ২০২১ সাল থেকে আটকে রাখা হয়েছে। আবাস যোজনায় ১১ লক্ষ ৩৬ হাজার কোটি টাকা কেন্দ্রীয় মন্ত্রক অনুমোদন দিলেও এখনও সেই টাকা দেওয়া হয়নি। একইভাবে সর্বশিক্ষা অভিযান, খাদ্য সুরক্ষা প্রকল্পের টাকাও আটকে রাখা হয়েছে।

এ বার অর্থ মন্ত্রকের আমলারা মেনেছেন যে, ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত বঙ্গের থেকে যাবতীয় শংসাপত্র তাঁরা পেয়ে গিয়েছেন। অন্যান্য বিষয়ে রাজ্যের অভিযোগের কোনও জবাব না দিলেও বৈঠকে সীতারামন বঙ্গের সব কথাই ধৈর্য ধরে শুনেছেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নিট দুর্নীতিকে ইশ্যু করে সংসদে মুলতুবি প্রস্তাব আনছে INDIA
FacebookWhatsAppEmailShare
‘ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, তা প্রমাণিত লোকসভা ভোটের ফলে’, মন্তব্য অমর্ত্য সেনের
FacebookWhatsAppEmailShare
ভারতে বিপন্ন সংখ্যালঘুরা: মার্কিন বিদেশ সচিব
FacebookWhatsAppEmailShare