চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম ‘টালোবাসা’, প্রকাশ পাবে রেকর্ডেও
বাংলা ব্যান্ড মিউজিকে বিশেষ জায়গা করে আছে ‘চন্দ্রবিন্দু’। এ গানের দল প্রায় তিন যুগ ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছে শ্রুতিমধুর সব গানে। এর আগে তাদের ৯টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। মাঝে দীর্ঘ ১২ বছরের বিরতি দিয়ে অবশেষে আসছে দশম অ্যালবাম ‘টালোবাসা’।অ্যালবামের খবরটি অবশ্য নতুন নয়; বরং নতুন চমক হলো ‘চন্দ্রবিন্দু’র এই অ্যালবাম পাওয়া যাবে রেকর্ডেও। অন্তর্জালের এ যুগে গান-অ্যালবাম প্রকাশিত হয় ইউটিউব কিংবা বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফরমে। তবে অ্যালবামের চেনা ধারা অটুট রাখতে চান উপল-অনিন্দ্যরা। তাই ডিজিটালি প্রকাশের আগে রেকর্ডে পাওয়া যাবে ‘টালোবাসা’।
তবে সংখ্যাটি সীমাবদ্ধ, শুধু ৩৫০টি রেকর্ড আসবে। যেগুলো অগ্রিম বুকিংয়ের মাধ্যমেই কেনা যাবে।‘চন্দ্রবিন্দু’র ভোকাল ও প্রধানতম সদস্য উপল সেনগুপ্ত বলেন, “স্বপ্ন ছিল একদিন দশখানা অরিজিনাল অ্যালবাম বের হবে আমাদের। প্রথম ক্যাসেট বেরিয়েছিল ১৯৯৭-এ।এ অ্যালবাম কিন্তু কেবল অনলাইন মাধ্যমগুলিতে শোনা যাবে না, হাতে দেখে, গন্ধ শুঁকে, কিনে আনা যাবে বাড়িতে। রেকর্ড প্লেয়ারে বাজিয়ে শোনা যাবে প্রিয় গান। ব্যান্ডের সদস্য উপল সেনগুপ্তর ফেসবুক পোস্টে জানা গেছে, লিমিটেড এডিশনে মোট ৩৫০টি রেকর্ড প্রকাশ করা হবে ব্যান্ডের তরফে। পাশাপাশি স্পর্টিফাই,আইটিউনসের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মে বা ইউটিউবেও শোনা যাবে গানগুলি। উপল ফেসবুকে লেখেন, ‘একটা বয়স ছিল যখন বছর বছর আমাদের অ্যালবাম বেরত।
আমদের দুচোখ জুড়ে স্বপ্ন ছিল , একদিন দশখানা অরিজিনাল অ্যালবাম বার হবে আমাদের।প্রথম ক্যাসেট বেরিয়েছিল ১৯৯৭ এ।তার ২৭ বছর পর চন্দ্রবিন্দু সত্যিই দশম অ্যালবাম বার করতে পারল। একটা ব্যাপারে ধন্দে পড়েছিলাম আমরা। এমন অ্যালবাম বেরবে সে শুধুই আইটিউনস আর স্পর্টিফাই’তে শোনা যাবে!! হাতে নেওয়া যাবে না, গন্ধ শোঁকা যাবে না নতুন গানের? বুদ্ধি বাতলাল উপল। রেকর্ড বার করি চল। …এমন সাধু প্রস্তাবে সবাই একজোট হয়েছি, বন্ধুরা এগিয়ে এসেছে নানান দেশ-মহাদেশ থেকে… চন্দ্রবিন্দুর ১০ নম্বর অ্যালবাম শেষমেশ মুক্তি পাচ্ছে নতুন এক চেহারায়।’