স্বাস্থ্য বিভাগে ফিরে যান

ডায়াবেটিস, প্রেসার, হার্টের অসুখ, ভিটামিনসহ কিছু ওষুধের সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র

জুন 19, 2024 | < 1 min read

দেশের ৫৪ টি ‘ড্রাগ ফর্মুলেশন’ ও ৮ টি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন পণ্যের দামের উর্ধ্বসীমা বেঁধে দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে বেশ কিছু মাল্টি ভিটামিন ওষুধ, হার্টের অসুখের কিছু ওষুধ, ব্যাকটেরিয়া জাত সংক্রমণ ও অ্য়ালার্জির ওষুধ, ডায়াবিটিসের ওষুধ সহ একাধিক ওষুধের সর্বোচ্চ দামের সর্বোচ্চ স্তর বাঁধা হল।

ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির ১২৪ তম সভায় এই ওষুধগুলির দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এনপিপিএ-এর এই সিদ্ধান্ত থেকে কোটি কোটি মানুষ উপকৃত হতে পারে। নির্দেশে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বলেছে, প্রত্যেক খুচরো ব্যবসায়ী ও ডিলারকে দামে তালিকা সকলের নজরে আসার মতো জায়গায় টাঙিয়ে রাখতে হবে।

যদি এই দামের অন্যথা করে কেউ ওষুধ বিক্রি করেন তাহলে উৎপাদক এবং মার্কেটিং কোম্পানি তার জন্য দায়ী থাকবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare
কর্মবিরতি আংশিক প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের
FacebookWhatsAppEmailShare
বিচার চাইতে গিয়ে নিজেদের দায়-দায়িত্ব-শপথ সব ভুলে গেছেন জুনিয়র চিকিৎসকরা?
FacebookWhatsAppEmailShare