দেশ বিভাগে ফিরে যান

হিন্দি ভাষা বাধ্যতামূলক করতে চায় কেন্দ্র

এপ্রিল 12, 2022 | < 1 min read

উত্তর-পূর্বের স্কুলগুলিতেও দশম শ্রেণি পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করার কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


তিনি ও বলেছেন, প্রধানমন্ত্রী ভারতের সরকারি ভাষা হিন্দিতে সরকার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের বিভিন্ন ভাষাভাষির মানুষ সরকারি ভাষায় কথা হলতে শুরু করলেই হিন্দি দেশের ভাষা হয়ে উঠবে।”
আর এই নিয়েই বিতর্ক তুঙ্গে। উত্তর-পূর্বের ৮টি রাজ্যে মোট ২২ হাজার হিন্দি শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং সব রাজ্যই দশম শ্রেণি পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করতে রাজি হয়েছে।


তবে এই ঘোষণার বিরুদ্ধে গর্জে উঠেছে উত্তর-পূর্বের বিভিন্ন দল-সংগঠন। ভাষা চাপানোর কেন্দ্রীয় ফতোয়া তারা মানবেন না বলে জানিয়েছেন। মেঘালয় ষষ্ঠ তফসিলভুক্ত রাজ্য। সেখানে কেন্দ্র কিছু চাপাতে পারে না। মেঘালয়ে হিন্দি বাধ্যতামূলক হলে খাসি ও গারো ভাষা স্কুলে ঠাঁই পাবে না। ফলে তাদের মাতৃভাষা আরও সঙ্কটে পড়বে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare