অর্থনীতি বিভাগে ফিরে যান

রপ্তানি বাড়াতে কেন্দ্রের নজর দার্জিলিং, হাওড়ার উপর

সেপ্টেম্বর 6, 2023 | < 1 min read

২০৩০ সালের মধ্যে দেশের রপ্তানির পরিমাণকে দু’লক্ষ কোটি মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র সরকার। সেই লক্ষ্যপূরণ করতে বেশ কিছু এলাকায় পণ্য রপ্তানিতে উৎসাহ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে বাংলার দার্জিলিং এবং হাওড়া জেলা।

দার্জিলিংয়ের চা এবং হাওড়ার গয়না ও ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি বাড়াতে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে ফরেন ট্রেড দফতর সূত্রে। এর পাশাপাশি গৃহস্থালি সহ অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র এবং প্রসেসড ফুডের মতো পণ্যের চাহিদা বাড়ছে ভিন দেশে। সেই বাজার ধরতে ঝাঁপাতে চলেছে ভারত।

প্রসঙ্গত এ দেশে রপ্তানির হার বাড়লেও জিডিপি’র নিরিখে সেই বৃদ্ধি খুব বেশি নয়। ছোট ও মাঝারি শিল্পের উপর বিশেষ গুরুত্ব দেওয়া এবং ই-কমার্স ব্যবসাকে রপ্তানির ক্ষেত্রে উৎসাহ দেওয়ার মতো বিষয়গুলি ভারতীয় পণ্যের রপ্তানিতে খুলতে পারে দিগন্ত।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সবজি কিনে পকেট ফাঁকা, শহরে সব বাজারেই আনাজের দামে ঝাঁঝ
FacebookWhatsAppEmailShare
সেবি প্রধানের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের মহুয়ার
FacebookWhatsAppEmailShare
সেবির চেয়ারপার্সনের নীরবতায় প্রশ্ন হিন্ডেনবার্গের
FacebookWhatsAppEmailShare