বাংলা বিভাগে ফিরে যান

পঞ্চায়েত রেজাল্টের পরেও ১০ দিন রাজ্যে থাকবে বাহিনী

জুলাই 7, 2023 | < 1 min read

ভোট পরবর্তী হিংসা রুখতে পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে ফলপ্রকাশের পর ১০ দিন বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে তদন্ত করতে সিবিআইকে দায়িত্ব দিয়েছিল কলকাতা হাই কোর্ট। পঞ্চায়েত ভোটের আগেই বিরোধীরা হাইকোর্টের দ্বারস্ত হন সেই সব হিংসার ঘটনার মনে করিয়ে।

পঞ্চায়েত ভোটের ফল গণনা শুরু হবে ১১ জুলাই কিন্তু প্রক্রিয়া শেষ হতে হতে ১২ তারিখ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে ১২ জুলাইয়ের পর আরও ১০ দিন বাহিনী মোতায়েন রাখতে হবে জানিয়েছে আদালত। পাশাপাশি পঞ্চায়েত ভোটে ব্যবহৃত ব্যালট বাক্সের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সঙ্কটে মুকুল রায়
FacebookWhatsAppEmailShare
চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের
FacebookWhatsAppEmailShare
রথযাত্রার দিন রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস
FacebookWhatsAppEmailShare