খরচ না-হওয়া টাকার উপর এবার সুদ নেবে কেন্দ্র
রাজ্যকে বরাদ্দ করা অর্থের উপর সুদ কড়ায় গণ্ডায় বুঝে নেবে কেন্দ্র।
বরাদ্দ টাকার যে অংশটা খরচ হয় না, সেই অংশের সুদ ফেরত নেওয়ার উপরে জোর দিয়েছে দিল্লি। সেই সংক্রান্ত প্রশাসনিক পদ্ধতি এবং ই-প্ল্যাটফর্মের রূপরেখাও নির্ধারণ করেছে অর্থ মন্ত্রকের ডিপটিমেন্ট অফ এক্সপেনডিচার।
দিল্লি থেকে রাজ্য অর্থ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি প্রকল্পে খরচ না-হওয়া টাকার উপর সুদের পাইপয়সা হিসেব কষে কেন্দ্রের হাতে তুলে দিতে হবে।