দেশ বিভাগে ফিরে যান

ওয়াকফ সংশোধনী বিলের জন্য যৌথ সংসদীয় কমিটি কেন্দ্রের

আগস্ট 10, 2024 | < 1 min read

লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হলেও বিরোধীদের আপত্তিতে তা পাশ করাতে পারেনি সরকার। বিলটিকে পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। শুক্রবার সেই সংসদীয় কমিটির ২১ সদস্যের নাম ঘোষণা করল সংসদের সচিবালয়। লোকসভা ও রাজ্যসভায় তৃণমূলের দুই সচতক, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও নাদিমুল হক এই কমিটিতে স্থান পেয়েছেন৷ লোকসভার সাংসদ হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, বিজেপি সাংসদ অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ও৷

লোকসভার ২১ জন সাংসদের পাশাপাশি রাজ্যসভার ১০ জন সাংসদকেও রাখা হয়েছে এই যৌথ সংসদীয় কমিটিতে৷ ওয়াকফ বিল পর্যবেক্ষণের যে কমিটি হয়েছে তাতে সংখ্যাগরিষ্ঠ সদস্য অবশ্য প্রত্যাশিতভাবেই এনডিএ শিবিরের। শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের মধ্যেই কমিটিকে তাদের রিপোর্ট পেশ করতে হবে৷

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মণিপুরে বিতর্কিত আফস্পার মেয়াদ বাড়াল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘রাজনীতি থেকে দেবতাদের দূরে রাখুন,’তিরুপতির লাড্ডু নিয়ে নাইডুকে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare