বাংলা বিভাগে ফিরে যান

কেন্দ্রের ঋণ ১৫২ লক্ষ কোটি আর বাংলার ৫ লক্ষ কোটি: মমতা বন্দ্যোপাধ্যায়

আগস্ট 2, 2023 | 2 min read

May be an image of 1 person and text

আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু অংশ:

সরকার যেসব পুরস্কার পেয়েছে তাই দিয়ে আলিপুর জেলে একটি আর্কাইভ হবে, একটি জেল

২০১১ তে ঋণ ছিল, ২ লক্ষ কোটি, আমাদের ঋণ এখন ৫.৮৬ লক্ষ কোটি

২০১১তে ৪০% ছিল ঋণের সাপেক্ষে জিডিপি অনুপাত, এখন তা ৩৩%, অনেকটা কমেছে

আমরা পুরনো ঋণের বোঝা মাথায় নিয়ে, সামাজিক প্রকল্প চালিয়েও, তা মেটাতে পেরেছি। ওদের ঋণ ৬২ লক্ষ কোটি থেকে ১৫২ লক্ষ কোটি হয়েছে। কোথায় ৫ লক্ষ কোটি আর কোথায় ১৫২ লক্ষ কোটি

বাজেট বরাদ্দ ৮৪০০০ কোটি ছিল ২০১১, এখন ৩ লক্ষ ৪০ হাজার কোটি, ৪ গুন বৃদ্ধি

নিজ্বস্ব কর আদায় ছিল ২১ ০০০ কোটি ছিল ২০১১, এখন ৯৩০০০ কোটি , ৪ গুন বৃদ্ধি

পরিকাঠামো খাতে ব্যয় ২০১১ -২২০০ কোটি, এবছর ধার্য ৩৫০০০ কোটি, ১৫ গুন বৃদ্ধি

১০০ দিনের কাজে ৫ বার পুরস্কার পেয়েছে বাংলা। তাও কেন্দ্র বরাদ্দ বন্ধ করে দিয়েছে, ৭০০০ কোটি দিলো না। এই প্রকল্পে এবছরের বাজেটে বরাদ্দ শূন্য। আমরা ২৭-২৮ দিনের কাজ দিয়েছি যাদের জব কার্ড আছে

আবাস যোজনা – আমরা ৪০ শতাংশ দিই, তাও টাকা বন্ধ করে দিয়েছে, লক্ষ লক্ষ বাড়ির চাহিদা থাকা সত্ত্বেও আমরা দিতে পারছি না

গ্রামীণ রাস্তা তৈরির টাকা দিলো না, ১ লক্ষ কিমি করেছি, আরো ১১ হাজার কিমি রাস্তা আমরা রাজ্যের তাকে করবো

পারফর্ম্যান্স ভালো হলে তো পুরস্কার দেয় শুনি, ৮০ টা টিম পাঠিয়েছে, কাজ ঠিক হয়েছে কুনা দেখার জন্য। অথচ টাকা বন্ধ। কেন্দ্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিজেপির লোকাল নেতাদের কথায় টাকা আটকে রেখেছে

তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী ৬ আগস্ট বেলা ১২-৪ টা পর্যন্ত ব্লকে ব্লকে ধর্না হবে

কোন কাগজ লিখেছিলো, আমরা নাকি মাদ্রাসা দখল করবো, আমরা বলেছি ৭০০ কে পরিচিতি দেব, কি পড়ানো হবে, কি ড্রেস হবে এসবে আমরা হস্তক্ষেপ করবো না, আপনারা নিজেদের মতন চালান। আমরা একটা সার্ভে করবো, যেসব মাদ্রাসা ইন্টারেস্টেড তাদের সরকারের খাতায় রেজিস্টার করার সুযোগ দেব , জোর করে নয়, তাহলে তারা সরকারি প্রকল্পের সুবিধা পাবে যেমন – কন্যাশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রী। এর জন্য একটা হাই লেভেল কমিটি হবে, যারা এই সমীক্ষা করবে

সাঁওতালি ভাষা কে স্বীকৃতি দেওয়া হবে। ৮৪৪ জন সাঁওতালি শিক্ষক নিয়োগ করা হবে। ঝাড়গ্রামে একটি ইংরেজি মাধ্যম স্কুল করা হবে, সেখানে হোস্টেল থাকবে। একটা বি এড কলেজে সাঁওতালি ভাষায় পোড়ানো হবে

সত্যিটা লিখুন, আমায় প্রশ্ন করে বুঝে নিয়ে লিখুন। অপপ্রচার চালাবেন না

কেন্দ্রের ইশারায় রাজ্যপাল কেরল থেকে লোক এনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করে দিলেন

• আগামী ৬ই আগস্ট প্রতিটি ব্লকে ও শহরের প্রতিটি ওয়ার্ডে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দাঙ্গাবাজদের বিরুদ্ধে আন্দোলন হবে

• বিজেপি-র নেতারা ২০-২২ জন করে কেন্দ্রীয় পুলিশ নিয়ে ঘুরছেন। অপব্যবহার হচ্ছে না!

• ভোটের রাজনীতিটা ভালই বোঝে ওঁরা। মিথ্যে প্রচার ভাল পারেন। প্রচুর টাকা আছে। ওঁদের টাকার আমদানি কোথা থেকে হয়, তা নিয়ে কিন্তু প্রশ্ন নেই। অন্যদের বেলায় ইডি, সিবিআই। তাছাড়া আয়কর রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare