বৃষ্টি মাথায় নিয়েই দীপাবলি উদযাপন? আবহাওয়ার বড় আপডেট
সামনেই রয়েছে কালীপুজো ও দীপাবলি। কিন্তু রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে কালীপুজোর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে নভেম্বরের শুরু থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে সমতলের জেলাগুলিতে।
আজ থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও কোনও জেলায় দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার শুরু হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার থেকে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে, তেমনি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমতে থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কালীপুজো ও দীপাবলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাইফোঁটায় একেবারে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। তবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই হালকা শীতের আমেজ টের পেতে পারেন বঙ্গবাসী।