খবর বিভাগে ফিরে যান

সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন আন্দোলনকারীদের

আগস্ট 16, 2024 | < 1 min read

ট্রেনি ডাক্তারের মৃত্যুর তদন্তভার গ্রহণ করার পর থেকে এখনও পর্যন্ত কোনও সদর্থক ভূমিকা দেখাতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। রাজ্য পুলিশ ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে দায়িত্ব পাওয়ার পর তিনদিন কেটে গেলেও সিবিআই কিছুই করে উঠতে পারেনি। বৃহস্পতিবার অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সিং স্টাফ এবং আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা।সদ্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে সিবিআই।

আন্দোলনকারীদের দাবি রাত সাড়ে দশটা নাগাদ সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়, আরও তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টায় প্রিন্সিপালকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে।কিন্তু বাস্তবে দেখা যায় নথি হস্তান্তর করেই কয়েক মিনিটের মধ্যেই সিজিও থেকে চলে যান ডাঃ সুহৃতা পাল। এরপরই সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন চিকিৎসকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁদের বিভ্রান্ত করেছেন বলেই দাবি আন্দোলনকারীদের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare
জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে অসন্তোষ বিজেপি শিবিরে? প্রার্থীতালিকা প্রত্যাহার
FacebookWhatsAppEmailShare