খবর বিভাগে ফিরে যান

প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বসল বিশেষ ক্যামেরা

সেপ্টেম্বর 27, 2021 | < 1 min read

ঘূর্ণিঝড় হোক বা অতিবৃষ্টি, গত কয়েক বছর ধরে একের পর এক দুর্যোগ নেমে এসেছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
তাই, দুর্যোগের সঠিক তথ্য বা চিত্র তুলে ধরতে বসানো হয়েছে ৮টি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশেষ ক্যামেরা।
নিম্নচাপের ফলে আবহাওয়ায় বদল, বাঁধের হাল এবং দুর্যোগের মাত্রা থেকে শুরু করে সবটাই সরাসরি দেখতে পাবেন জেলা প্রশাসনের কর্তা এবং নবান্নের আধিকারিকরা।
ওই ছবি দেখেই কি করণীয়, সঙ্গে সঙ্গে সেই নির্দেশ পাঠাবেন তাঁরা।
এদিকে, জেলায় বিপর্যয় মোকাবিলায় বিভিন্ন বিভাগের ৯ হাজার ৫০০’র বেশি মানুষকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে প্রশাসন।
জেলা সূত্রে খবর, নামখানা, কাকদ্বীপ ও সাগর ব্লকের বাছাই করা কিছু জায়গায় ওই ক্যামেরা লাগানো হয়েছে।
আসন্ন ঝড়-বৃষ্টির ছবি ঠিকভাবে দেখা গেলে আগামী দিনে গোসাবা সহ অন্যান্য দুর্যোগ প্রবণ এলাকাতেও এমন ক্যামেরা বসানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare