বেলডাঙায় অশান্তি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
নভেম্বর 21, 2024 < 1 min read
গত কয়েকদিন ধরে সাম্প্রদায়িক উস্কানির ফলে অশান্ত ছিল মুর্শিদাবাদের বেলডাঙা। এবার সেই অশান্তি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট।
বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে আজই এই রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। ঠিক কি ঘটনা ঘটেছিল আর রাজ্যের তরফে অশান্তি থামাতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে হবে কোর্টকে।
হিন্দু ও মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে মুর্শিদাবাদের বেলডাঙায়, যার পরে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তভ বাগচী। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।
জানা যাচ্ছে, বিজেপির এক সভা থেকে উস্কানিমূলক কথা বলার পরেই অশান্তি লাগে পুরো অঞ্চলে। কৌস্তভ বাগচী এর মধ্যে কেন্দ্রীয় বাহিনী নামাতে বললেও কোর্ট জানিয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কেন্দ্র এবং রাজ্য, উভয়ের।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...