বাংলা বিভাগে ফিরে যান

সিএএ বাংলাকে আবার ভাগ করার খেলা – মমতা বন্দ্যোপাধ্যায়

মার্চ 12, 2024 | < 1 min read

সিএএ কার্যকর হওয়ার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টের দোরগোড়ায়। বরাবরের মতো এবারও সিএএ বিরোধিতায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়ার সভা থেকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বললেন সিএএ আসলে পুরোপুরি ভাঁওতা। কোনও স্পষ্টতা নেই। ২০১৯ সালে এই ভাবেই অসমে ১৩ লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। নির্বাচনের আগে প্রতারণা, ছলনা, বঞ্চনা, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘তার মানে এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে যারা দরখাস্ত করবেন, নাগরিক থাকা সত্ত্বেও বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। কোনও অধিকার থাকবে না। এটা অধিকার কাড়ার খেলা। এটা হল বিজেপির লুডো খেলা। ভাবছে খেললে ছক্কা, আসলে ওটা হল পুট মানে জিরো। যখনই আপনারা দরখাস্ত করবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। একটা মানুষ যদি অধিকার পায় খুশি হবো, কিন্তু কারও নাগরিকত্ব গেলে আমি রুখে দাঁড়াবো। মণিপুরে কত চার্চ পুড়িয়েছে, জানেন আপনারা? মণিপুরের মেয়েদের উলঙ্গ করে নৃত্য করানো হয়েছে,কোথায় ছিলেন? যারা এই সময় সিএএ আবেদন করবেন, আপনার সব অধিকার কেড়ে নেবে। ভোট দিয়েছেন কি দেননি এতদিন? আধার কার্ড ছিল কি ছিল না? জমি আছে কি নেই? তাহলে বুঝুন, এই আইনে যেই দরখাস্ত করবেন, আপনি অবৈধ নাগরিক হয়ে যাবেন।২-৩টে আসনের জন্য বিজেপি এই খেলা খেলছে।’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare