বাংলা বিভাগে ফিরে যান

বাংলার ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে

জুন 7, 2024 | < 1 min read

রাজ্যে লোকসভা নির্বাচনের উত্তাপ কমার আগেই আরও একবার নির্বাচনের কড়া নাড়া। কিছুদিনের মধ্যেই রাজ্যের ১০ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করতে হবে। রাজ্যের যে ১০টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে তার মধ্যে ৬টি ছিল তৃণমূলের দখলে এবং ৪টি ছিল বিজেপির দখলে। লোকসভা নির্বাচনে আশাতীত ফলাফলের পর এই সব কটি আসনেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল।

অন্যদিকে বিজেপি সূত্র অনুসারে, তারাও দখলে থাকা ৪ আসনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলের পাঁচ বিধায়ক সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন।জগদীশ চন্দ্র বসুনিয়া,অরূপ চক্রবর্তী, জুন মালিয়া, পার্থ ভৌমিক ও হাজি নুরুল ইসলামকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে।এই পাঁচ কেন্দ্র ছাড়াও কলকাতার মাণিকতলা কেন্দ্র তৃণমূল বিধায়ক সাধন পান্ডের মৃত্যুর পর থেকে শূন্য। এছাড়া তিন বিজেপি বিধায়কের দলত্যাগের কারণে বাকি তিন আসনে উপনির্বাচন হবে। এই তিন আসন হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদীয়ার রাণাঘাট এবং উত্তর ২৪ পরগনার বাগদা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৫০ লক্ষ টাকা উড়েছে জুনিয়ার ডাক্তারদের আন্দোলনে!
FacebookWhatsAppEmailShare
মহালয়া থেকে দশমী, বৃষ্টিতে ভাসবে বাংলা
FacebookWhatsAppEmailShare
‘‌দ্রুতই চালু হবে রাত্তিরের সাথী অ্যাপ’‌, নবান্নে বৈঠকের পর বড় ঘোষণা করলেন মমতা
FacebookWhatsAppEmailShare