রাজনীতি বিভাগে ফিরে যান

পাঁচ বছর পর ব্রিগেডে সমাবেশ তৃণমূলের

মার্চ 10, 2024 | < 1 min read

লোকসভা নির্বাচনের আগে ‘জনগর্জনের’ ডাক দিয়েছে তৃণমূল। আজ ব্রিগেডে আয়োজিত সমাবেশের নাম দেওয়া হয়েছে ‘জনগর্জন সভা’। এই সমাবেশ থেকেই রাজ্যে লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে তৃণমূল। এই সভার মূল আকর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্যান্য নেতারাও সমাবেশে ভাষণ দেবেন। মাঠে তিনটি মঞ্চ তৈরি হয়েছে।

মূল মঞ্চের পাশে রয়েছে দু’টি ছোট মঞ্চ। সকাল ১১টা থেকে ব্রিগেডে তৃণমূলের সমাবেশ শুরু হবে। লোকসভা নির্বাচনের আগে রাজ্যে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের ‘বঞ্চনা’কেই হাতিয়ার করে মাঠে নেমেছে তৃণমূল। একশো দিনের কাজ, আবাস, গ্রাম সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পে ১ লক্ষ ৬০ হাজার কোটির উপরে বকেয়া আটকে।

প্রাপ্য আদায়ের দাবিতে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আন্দোলন করেও লাভ হয়নি। কেন্দ্রের এই বাংলা বিরোধী মনোভাবের প্রতিবাদে তাই ‘জনগর্জন’ চাইছেন তৃণমূল নেত্রী মমতা ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নরেন্দ্র মোদির বাংলা সম্পর্কে বক্তব্য মুছে দেওয়ার দাবিতে রাজ্যসভার চেয়ারম্যান এবং মহাসচিবকে চিঠি দিল তৃণমূল
FacebookWhatsAppEmailShare
শুক্রে সায়ন্তিকা- রেয়াতের শপথ নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন
FacebookWhatsAppEmailShare
মণিপুর নিয়ে মৌনব্রত ভাঙলেন মোদী
FacebookWhatsAppEmailShare