১১ দিনে তিনশোর বেশি বিমানে বোমাতঙ্ক, সমস্যায় যাত্রীরা
আবারও ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া-সহ ২৭টি বিমানে বোমাতঙ্কের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, প্রতি ক্ষেত্রেই বোমা হামলার হুমকি ভুয়ো।এই গত ১১ দিনে প্রায় ৩০০টি বিমানে বোমাতঙ্কের ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার ছ’টি বিমান বোমা হামলার হুমকি পেয়েছে।এছাড়াও স্পাইসজেট, ভিস্তারা এবং ইন্ডিগো প্রতিটি সংস্থার সাতটি করে বিমানে বোমাতঙ্ক ছড়ায়। বৃহস্পতিবারও ৯৫টি বিমানে এমন বোমাতঙ্ক ছড়িয়েছিল। বোমাতঙ্ক রুখতে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ করলেও তা আটকানো যাচ্ছে না।বেশিরভাগ ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ায় বোমাতঙ্ক ছড়ানো, যার জেরে একাধিক বিমান বাতিল হয়েছে। কোনওটির যাত্রাপথ বদল হয়েছে। পরে দেখা গিয়েছে, সবই ভুয়ো বোমাতঙ্ক।
তবে একের পর এক বোমাতঙ্কের ঘটনায় উদ্বিগ্ন সরকার। একাধিক পদক্ষেপ করেছে তারা।ভুয়ো বোমাতঙ্কের ঘটনায় দিল্লি পুলিশ এখনও পর্যন্ত আটটি মামলা দায়ের করেছে।ইতিমধ্যেই অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নায়ডু জানিয়েছেন, বোমাতঙ্ক ছড়ানোর চক্রান্তকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু একাধিক বৈঠক, সিদ্ধান্তের পরও তা কমার কোনও লক্ষণ নেই। কয়েকদিন ধরে সরকার এ ধরনের উড়ো খবর ছড়ানো ব্যক্তিদের নো ফ্লাই তালিকাভুক্ত করবে বলে ঠিক করেছে। একইসঙ্গে জানা গিয়েছে, এইসব বোমাতঙ্কের অধিকাংশই সোশাল মিডিয়া ‘এক্স’ মারফত আসছে। যে ‘এক্স’ হ্যান্ডলগুলি থেকে এই হুমকিবার্তা পাঠানো হচ্ছে সেগুলি চিহ্নিত করতে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (১৪সি), ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট-ইন) একযোগে কাজ করছে।