NEWSZNOW বাংলা

১৬ মার্চ, ২০২৫ ...

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

মাধ্যমিক শুরুর আগেই নয়া বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ

ফেব্রুয়ারি 7, 2025 < 1 min read

এখনও পর্যন্ত যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি তাদের অবিলম্বে অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে৷ এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টা থেকে আগামিকাল বেলা ২টো পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ তাদের পোর্টাল খুলে দেবে । সেখানে আবেদন জানাতে পারবে স্কুল। যারা অ্যাডমিট পায়নি, তাদের জন্য আবেদন করবে স্কুল।

এরপর রবিরারের মধ্যে কার্ড বাড়িতে পৌঁছে দিতে হবে।আবেদনের ভিত্তিতে এনরোলমেন্ট হলে রবিবার পর্যন্ত বোর্ডের অফিসে যেতে পারবেন স্কুলের প্রধান শিক্ষকরা ৷ সেখান থেকে মিলবে অ্যাডমিট কার্ড।এদিনই বোর্ড এই সংক্রান্ত পাবলিক নোটিশ দেবে তাদের ওয়েবসাইটে। বোর্ডের আইনজীবী জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশ আপলোড হওয়ার পর তারা বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানাবেন ৷

যাদের অ্যাডমিট কার্ডে ভুল আছে সেগুলির সংশোধন হবে। তারপর সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বোর্ডের অফিসে গিয়ে আগামিকাল ও পরশু অ্য়াডমিট কার্ড নিতে পারবেন।মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, বিদ্যালয়গুলি পড়ুয়া প্রতি ১৫,১৮৫ টাকা করে পর্ষদকে দেবে। এর মধ্যে ১০,০০০ টাকা জরিমানা, ৫০০০ টাকা লেট চার্জ এবং ১৮৫ টাকা এনরোলমেন্ট ফি। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংগ্রহের সময় নগদ অথবা ইউপিআইয়ের মাধ্যমে এই টাকা জমা করতে হবে।একাধিক স্কুলের তরফে জানানো হয়, তাদের স্কুলে ২০০-২৫০ জন শিক্ষার্থী।

সবার নাম নথিভুক্ত করার জন্য একজন মাত্র কর্মচারী রয়েছেন । সেই কারণে ভুল হয়ে থাকতে পারে। যদিও বোর্ডের বক্তব্য, তিনবার করে সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছিল। তারপরও কেন সংশোধন করা হয়নি। এই পর্যন্ত শুনে বিচারপতি জানান, মামলাকারীরা স্কুলের ভুলে অ্যাডমিট পায়নি ৷ শাস্তিস্বরূপ স্কুলগুলিকে দশ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু ।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

বেসরকারি স্কুলে আকাশছোঁয়া ফি-তে লাগাম? বড় পদক্ষেপ করছে রাজ্য সরকার

FacebookWhatsAppEmailShare

সংসদে বাংলার বকেয়া আদায়ের নোটিশ তৃণমূলের

FacebookWhatsAppEmailShare

আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ কর্মসূচি! মহিলা ভোটে নজর তৃণমূলের

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...