দেশ বিভাগে ফিরে যান

এবার রক্তের ইউনিটের দাম বাড়ালো কেন্দ্র

জুন 17, 2022 | < 1 min read

পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের পর এবার জীবনদায়ী রক্তেরও দাম বাড়ালো মোদী সরকার।


প্রতি ইউনিট রক্তের ন্যূনতম দাম বাড়লো ৫০ থেকে ১০০ টাকা। 
আগে ডোনার কার্ড ছাড়া সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে বেসরকারি হাসপাতালের রোগীদের জন্য রক্ত নিতে হলে, না থাকলে এতদিন দিতে হত ইউনিট পিছু ১ হাজার ৫০ টাকা। আর এখন তা বেড়ে হল ইউনিট পিছু ১১০০ টাকা।


অন্যদিকে, বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ডোনার কার্ড ছাড়া রক্ত নিতে হলে, ইউনিট প্রতি দাম ছিল ১,৪৫০ টাকা, তা বেড়ে হল ১,৫৫০ টাকা।


প্রসঙ্গত, ২০০৮ সালে কেন্দ্রীয় সরকার নির্ধারিত হোল ব্লাডের দাম ছিল ৮৫০ টাকা।


পুনর্বিবেচনার পর ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি তা বেড়ে হয় ১ হাজার ৪৫০ টাকা।


একদিকে চড়া বাজারে সংসার চালাতে কালঘাম ছুটছে সাধারণ মানুষের, তার ওপর রক্তের দাম বৃদ্ধিতে আরও নাজেহাল হবে মানুষ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare