দেশ বিভাগে ফিরে যান

ওয়াকফ বিল নিয়ে জয়েন্ট প্যানেলের নেতৃত্বে বিজেপির জগদম্বিকা পাল

আগস্ট 14, 2024 | < 1 min read

গেরুয়া শিবিরের হাতেই রইল ওয়াকফ বিল সংশোধনে গড়া জেপিসির ব্যাটন। ওয়াকফের সংশোধনী বিলের খসড়া পরিমার্জনের জন্য গড়া যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান হলেন বিজেপির লোকসভার সাংসদ জগদম্বিকা পাল। গত ৮ অগস্ট বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। বিলটি অসংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী বলে বিরোধীরা একযোগে তা নিয়ে আপত্তি জানান।

ঐকমত্যের লক্ষ্যে বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।এই কমিটিতে কংগ্রেস, তৃণমূল সাংসদরা থাকলেও চেয়ারম্যান করা হয়েছে বিজেপি সাংসদ জগদম্বিকা পালকে। নীতীশ কুমারের জেডিইউ ওয়াকফ সংশোধনী বিলকে সম্পূর্ণ ভাবে সমর্থন করার সিদ্ধান্ত নিলেও আর এক শরিক টিডিপি ‘বৃহত্তর আলোচনার স্বার্থে’ ওই বিলটি কোনও সংসদীয় কমিটির কাছে পাঠানোর সওয়াল করেছিল।তবে কেন্দ্রীয় সরকার সংখ্যার জোরে বিল পাশ করিয়ে নেবে বলেই মনে করছেন বিরোধী নেতৃত্ব। কারণ, ৩১ সদস্যের কমিটিতে সরকার পক্ষের সদস্য ১৭ জন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মণিপুরে বিতর্কিত আফস্পার মেয়াদ বাড়াল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘রাজনীতি থেকে দেবতাদের দূরে রাখুন,’তিরুপতির লাড্ডু নিয়ে নাইডুকে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare