রাজনীতি বিভাগে ফিরে যান

বঙ্গ বিজেপির সদস্য সংখ্যা বাড়াতে পদের টোপ

নভেম্বর 13, 2024 | < 1 min read

সদস্য সংগ্রহ অভিযানে নেমে কিছুটা এগোলেও এখনও অনেক পথ বাকি রাজ্য বিজেপির। কেন্দ্রীয় নেতৃত্ব এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। উৎসবের আবহ শেষে ঠিকঠাক শুরু হওয়া অভিযানে এখনও পর্যন্ত দলের নেতা-কর্মীদের ‘সদস্যতা’ নবীকরণ সম্ভব হলেও নতুন লোককে সে ভাবে দলে টানা যায়নি। ১ কোটি সদস‌্য সংখ‌্যার লক্ষ্যমাত্রার ধারেকাছে পৌঁছনো সম্ভব নয় বলেই মনে করছে বঙ্গ বিজেপির বড় অংশ। লক্ষ‌্যমাত্রার অর্ধেক সদস্য জোগাড় করতেই কালঘাম ছুটছে পদ্ম শিবিরের।

বঙ্গ বিজেপি অবশ‌্য সদস‌্য সংগ্রহের লক্ষ‌্যমাত্রা পূরণ করতে নানা কৌশল নিয়েছে। প্রথমত, একশো সদস‌্য করতে পারলে দলীয় পদ দেওয়ার ‘অফার’ দেওয়া হয়েছে। এই শর্ত পূরণ করে সক্রিয় সদস‌্য হতে পারলে দলীয় স্তরে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।বিভিন্ন নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, রাজ্যের ৩০০টির মতো মণ্ডলে বিজেপির তেমন শক্তি নেই। সেগুলি বাদ দিয়ে বাকি এক হাজার মণ্ডলে ১০০ সক্রিয় সদস্য ইতিমধ্যেই হয়ে গিয়েছেন বলে রাজ্য বিজেপি সূত্রের দাবি। ফলে সেখান থেকে ১০ লাখ সদস্য সংগ্রহ হয়েছে। এর পরে প্রতি সাংসদকে ১০ হাজার এবং প্রতি বিধায়ককে পাঁচ হাজার সদস্য সংগ্রহের লক্ষ্য দেওয়া হয়। তবে সে সব হয়ে গেলেও লক্ষ্যের থেকে দূরেই থাকবে রাজ্য বিজেপি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

শিশু দিবসে পন্ডিত নেহরুকে শ্রদ্ধার্ঘ্য তৃণমূল, বিজেপি, কংগ্রেসের
FacebookWhatsAppEmailShare
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার
FacebookWhatsAppEmailShare
বিক্ষিপ্ত ঘটনা বাদে উপনির্বাচন শান্তিপূর্ণই
FacebookWhatsAppEmailShare