রাজনীতি বিভাগে ফিরে যান

সমাজমাধ্যমে দল-নেতা সম্পর্কে সত্যি কথা বলার জন্য ‘সাসপেন্ড’ বিজেপি-র তিন শীর্ষ নেতা-নেত্রী

অক্টোবর 19, 2024 | < 1 min read

সভাপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগ। তিন বিজেপি নেতার বিরুদ্ধে খড়গহস্ত দল। তিনজনকেই করা হল সাসপেন্ড। এদিন বহরমপুরে সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শাঁখারভ সরকার। তাঁকে নিয়েই আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছে জেলার মহিলা মোর্চার সভাপতি সুস্মিতা চৌধুরী, যুব মোর্চার সম্পাদক সুজয় রায় ও বিজেপি নেতা সূর্যদেব দাসের বিরুদ্ধে। তাঁদের পোস্ট নিয়ে পদ্ম শিবিরের অন্দরে বিস্তর চাপানউতোরও হয়। উঠে আসে নানা মতামত। বাড়তে থাকে বিতর্ক। শেষ পর্যন্ত তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত দলের। শাঁখারভ সরকার বলেন, “রাজ্য নেতৃত্ব দেখেছেন আমার বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করেছেন। তাই তাঁরা ওদের বরখাস্ত করেছে। আগামী সাত দিনের মধ্যে তাঁদের কাছ থেকে এ বিষয়ে জবাবদিহি চেয়েছেন রাজ্যের নেতারা।”

বিজেপি সূত্রের খবর পুজোর আগে বহরমপুরে বিজেপি জেলা পার্টি অফিসে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে মহিলা মোর্চার সভানেত্রী সুস্মিতা চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি শাঁখারভ সরকারের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ওই ঘটনার দিন সুজয় রায় এবং সূর্য দাস সেখানে উপস্থিত ছিলেন না। তবে ঘটনার সময় দলের কয়েকজন পদাধিকারী এবং কর্মী দলীয় অফিসে উপস্থিত ছিলেন। সূত্রের খবর এরপর কয়েকজন ব্যক্তি সমাজমাধ্যমে বিষয়টি তুলে ধরেন। মহিলা মোর্চার সভানেত্রী সুস্মিতা চৌধুরী বলেন, ‘শাঁখারভ সরকারের হাত ধরেই আমি সংগঠনের এই পদে এসেছি। তাই ওঁর বিরুদ্ধে আমি কোনও ‘কুমন্তব্য’ কোনও সমাজমাধ্যমে করিনি। তবে পুজোর আগে কিছু ঘটনা ঘটেছিল,যা আমি সংবাদ মাধ্যমকে জানাবো না। আগামী সাত দিনের মধ্যে আমি আমার উত্তর দলের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠিয়ে দেব। তারপর দল যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব।’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ঝাড়খণ্ডে বিজেপি লড়বে ৬৮ আসনে, শরিকদের জন্য ছাড়ল ১৩ কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
মঙ্গলবার থেকে স্বাস্থ্য পরিষেবা অচলের হুমকি অতি বামপন্থী চিকিৎসকদের
FacebookWhatsAppEmailShare
রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare