‘জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অপমৃত্যু হয়েছে’, অতি বামদের দুষলেন শুভেন্দু
আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গত ২৭ অগস্ট ‘ছাত্র সমাজ’-এর ডাকে নবান্ন অভিযান হয়েছিল। তবে সেই অভিযানের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলে আগেই ঘোষণা করে দিয়েছিল আন্দোলনকারী চিকিৎসকরা। সেই প্রসঙ্গ টেনে এবার জুনিয়র ডাক্তারদের বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর দাবি, চিকিৎসকদের আন্দোলনের অপমৃত্যু হয়েছে। কিছু বাম এবং অতি বাম এদের আন্দোলনকে বিপথে চালিত করছে। নন্দীগ্রামের বিধায়ক আরও বলেন, ‘নবান্ন অভিযানে না গিয়ে ভুল করেছেন জুনিয়র ডাক্তারেরা।’ একইসঙ্গে একহাত নেন তৃণমূলকেও। বলেন, “চিকিৎসকদের আলাদা ফ্রন্ট তৈরি করেছে তৃণমূল। ডাক্তাদের আন্দোলনে চাপে ছিল সরকার। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শুরুটা ভালো। ফিনিশিংটা ভালো নয়। তবে বিজেপি ছাড়বে না। দীপাবলির পর শুরু হবে।”
কিন্তু তাঁর কথায় বারবার ফিরে ফিরে আসে বাম-অতিবামদের প্রসঙ্গ। খানিক আক্ষেপের সুরে বলেন, “যেভাবে অভিজিৎ গাঙ্গুলী, অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, আন্দোলনটা সমগ্র মানুষের আন্দোলন থেকে বিচ্যুতি ঘটেছে। অনিকেত মাহাতোরা ভুগছে। বাম এবং অতি বাম এই আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছে।”জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার নিয়ে দফায় দফায় কথা বলেছেন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের সঙ্গে। যদিও মুখ্যমন্ত্রী-চিকিৎসক সাক্ষাৎ নিয়ে খুব একটা সন্তুষ্ট নন বিরোধী দলনেতা। বলেন, “জুনিয়র ডাক্তারদের সব ভাল লেগেছে।
কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে সাক্ষাৎ আমার এবং মানুষের ভাল লাগেনি। অন্যভাবেও সরকারের সঙ্গে বৈঠক করতে পারেন। কেন্দ্রের স্বাস্থ্যসচিবের মধ্যস্থতার দাবি করা উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা যে ফলপ্রসূ হতে পারে না, অশ্বডিম্ব হয় তা প্রমাণিত।”