দেশ বিভাগে ফিরে যান

আদানির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে বিজেপি

ফেব্রুয়ারি 10, 2023 | < 1 min read

রাজনীতির একটাই আলোচ্য বিষয়, তা হল আদানি। 

দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে বিরোধীরা চেপে ধরছে কেন্দ্রকে। 

পাশাপাশি এই ইস্যু নিয়ে ঘরে-বাইরে সঙ্কটের মুখে মোদী সরকার। বিজেপির অভ্যন্তরে, এমনকী সঙ্ঘ পরিবারেও তীব্র উষ্মা তৈরি হয়েছে।

আর এই সব কারণে সবথেকে বেহি অস্বস্তিতে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ, গেরুয়া শিবিরের তুলনায় ব্যক্তিগতভাবে মোদী, গৌতম আদানির সঙ্গে বেশি ঘনিষ্ঠ।

তাই এই পরিস্থিতিতে দলগতভাবে আদানির সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করল বিজেপি, যার প্রথম আভাস এসেছে যোগীর উত্তরপ্রদেশ থেকে। গেরুয়া শিবিরের ‘মডেল রাজ্যে’ হঠাৎই আদানি গোষ্ঠীর পাওয়া সাড়ে ৫ হাজার কোটি টাকার স্মার্ট মিটার প্রকল্পের টেন্ডার পুরোপুরি বাতিল করে দিয়েছে সরকারি সংস্থা মধ্যাঞ্চল বিদ্যুৎ বিতরণ বিভাগ। 

কারণ হিসেবে শুধু বলা হয়েছে, ‘টেকনিক্যাল সমস্যা’।জানানো হয়েছে নতুন করে টেন্ডার ডাকা হবে। 

যোগী সরকার এককথায় এত বড় এক চুক্তি বাতিল করায় একটা বিষয় কার্যত স্পষ্ট যে বিজেপির একটি অংশ আদানির দায় এড়াতে চাইছে। 

তবে গেরুয়া শিবিরের এই কৌশল বিরোধীদের চুপ করতে পারবে কিনা এখন সেটাই দেখার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare