রাজনীতি বিভাগে ফিরে যান

বাংলার জয় নিয়ে চিন্তায় গেরুয়া শিবির

জুলাই 26, 2023 | < 1 min read

বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনাই মূল লক্ষ্য। এবার লোকসভা ভোট তেমন সহজ হবে না। সমীক্ষার রিপোর্ট নিয়ে রীতিমতো চিন্তায় গেরুয়া শিবির।

তাই কেন্দ্রীয় মন্ত্রিত্ব না, সামলাবেন রাজ্যে দলের দায়িত্ব। সপরিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গেলে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীর পদ দিতে চান মোদি, কিন্তু তা সম্মানসহকারে ফিরিয়ে দেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত।

আসন্ন মন্ত্রিসভার রদবদলে বাংলা থেকে দুই গেরুয়া সাংসদ পূর্ণমন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু সুকান্তর এই মহানুভবতার কারণ অন্য, জানা যাচ্ছে বিজেপির অন্দর থেকেই।

বাংলায় লোকসভা নির্বাচনে হতে পারে ভরাডুবি। বঙ্গ বিজেপির কেউ তা বুঝতে না পারলেও বুঝতে পারছেন অমিত শাহ। তাই আবার সংগঠনের দায়িত্ব তুলে নিয়েছেন নিজের ঘাড়ে।

গতবার জেতা ১৮টি আসনের মধ্যে ৩টি হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল, এমনটাই শাহকে জানিয়েছেন শুভেন্দু – সুকান্ত। এই আসনগুলোর সবকটিই দক্ষিণবঙ্গের। আবার আরো পাঁচটি আসনে জয় নিয়ে সংশয় রয়েছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের দু’টি আসন ও উত্তরবঙ্গের তিনটি আসন রয়েছে। বীরভূমের দু’টি আসন ইতিবাচক বলেও শাহকে জানান তাঁরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ঝাড়খণ্ডে বিজেপি লড়বে ৬৮ আসনে, শরিকদের জন্য ছাড়ল ১৩ কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
মঙ্গলবার থেকে স্বাস্থ্য পরিষেবা অচলের হুমকি অতি বামপন্থী চিকিৎসকদের
FacebookWhatsAppEmailShare
সমাজমাধ্যমে দল-নেতা সম্পর্কে সত্যি কথা বলার জন্য ‘সাসপেন্ড’ বিজেপি-র তিন শীর্ষ নেতা-নেত্রী
FacebookWhatsAppEmailShare